কলকাতা : প্রতিবেশী রাজ্য উত্তরাখণ্ডের বিপর্যয়ে সাহায্যের হাত বড়িয়ে দিল উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ে ২৫ কোটি রুপি সাহায্য দেবার কথা ঘোষণা দিয়েছেন।
এখন পর্যন্ত বন্যা এবং ভূমি ধসে উত্তরাখণ্ডে বেসরকারি হিসেবে ১১০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রচুর। মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এছাড়াও প্রচুর পর্যটক উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় আটকে আছেন। অন্তত ৫০০ জন মানুষ এখনও নিখোঁজ। গোটা উত্তরাখণ্ড জুড়ে বিপুল সংখ্যায় বাড়ি-ঘর ভেঙে পড়েছে। ধ্বংস হয়ে গেছে সেতু, রেল এবং সড়ক পথ।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব জানিয়েছেন এ সহায়তা ছাড়াও উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে সমস্ত রকম সাহায্য করার জন্য তারা প্রস্তুত।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুন ১৯, ২০১৩
ভাস্কর সরদার/সম্পাদনা: তানিম কবির, নিউজরুম এডিটর, এসএস