ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কলকাতায় নামলো এক বগির এসি ট্রাম

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, জুন ১৯, ২০১৩

কলকাতা: দুই দফতরের টানাপোড়েনে এতদিন রাস্তায় নামানো সম্ভব হয়নি এক বগির এসি ট্রাম। সেই টানাপোড়েনে ইতি ঘটলো বুধবার।

এদিন সকাল ১০টায় কলকাতার এসপ্ল্যানেড থেকে এক বগির এই ট্রাম যাত্রা শুরু করলো।

ট্রামটি চলবে রাজ্যের পরিবহন ও পর্যটন- দুই দপ্তরের যৌথ উদ্যোগে। ব্যস্ততার জন্য ট্রামের যাত্রার সূচনায় উপস্থিত থাকতে পারেননি দুই দপ্তরের কোনো মন্ত্রী। তবে তাদের কর্মকর্তারাসহ উপস্থিত ছিলেন ট্রাম কোম্পানির কর্তাব্যক্তিরাও।

পর্যটন দপ্তর সূত্রে খবর-  ট্রামটি শহরজুড়েই চালানো হবে। এতে চড়ে শহরের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারবেন পর্যটকরা।

ট্রাম কোম্পানির এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রামে সিট সংখ্যা ২২টি। এটি তৈরি হয়েছে নোনাপুকুর ওয়ার্কশপে। এর ভেতরে খাওয়া-দাওয়ার ব্যবস্থা আছে। আছে টিভি সেটও। ট্রামটি তৈরি করতে খরচ হয়েছে ১৫ লাখ টাকা।

তিনি আরও বলেন, চলতি বছরই আরও দু’টি এক বগির এসি ট্রাম ও দু’টি নন-এসি এক বগির ট্রাম রাস্তায় নামানোর পরিকল্পনা আছে।

প্রসঙ্গত, কোম্পানির মোট ট্রামের সংখ্যা ২৬৯টি।   বর্তমানে রাস্তায় চলছে ১২৫টি।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৩
বিএস/ সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর, এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।