কলকাতা: দুই দফতরের টানাপোড়েনে এতদিন রাস্তায় নামানো সম্ভব হয়নি এক বগির এসি ট্রাম। সেই টানাপোড়েনে ইতি ঘটলো বুধবার।
ট্রামটি চলবে রাজ্যের পরিবহন ও পর্যটন- দুই দপ্তরের যৌথ উদ্যোগে। ব্যস্ততার জন্য ট্রামের যাত্রার সূচনায় উপস্থিত থাকতে পারেননি দুই দপ্তরের কোনো মন্ত্রী। তবে তাদের কর্মকর্তারাসহ উপস্থিত ছিলেন ট্রাম কোম্পানির কর্তাব্যক্তিরাও।
পর্যটন দপ্তর সূত্রে খবর- ট্রামটি শহরজুড়েই চালানো হবে। এতে চড়ে শহরের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারবেন পর্যটকরা।
ট্রাম কোম্পানির এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রামে সিট সংখ্যা ২২টি। এটি তৈরি হয়েছে নোনাপুকুর ওয়ার্কশপে। এর ভেতরে খাওয়া-দাওয়ার ব্যবস্থা আছে। আছে টিভি সেটও। ট্রামটি তৈরি করতে খরচ হয়েছে ১৫ লাখ টাকা।
তিনি আরও বলেন, চলতি বছরই আরও দু’টি এক বগির এসি ট্রাম ও দু’টি নন-এসি এক বগির ট্রাম রাস্তায় নামানোর পরিকল্পনা আছে।
প্রসঙ্গত, কোম্পানির মোট ট্রামের সংখ্যা ২৬৯টি। বর্তমানে রাস্তায় চলছে ১২৫টি।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৩
বিএস/ সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর, এসএস