ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জঙ্গি রুখুন পাকিস্তানকে অ্যান্টনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৯, জুন ১৯, ২০১৩
জঙ্গি রুখুন পাকিস্তানকে অ্যান্টনি

নয়াদিল্লি: ‘জঙ্গি কার্যকলাপ বন্ধ না হলে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি সম্ভব নয়। ’ আবারও মিডিয়াকে একথা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ. কে. অ্যান্টনি।

এসময় তিনি ইসলামাবাদকে জঙ্গিদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

প্রতিবেশী রাষ্ট্রে শান্তি ও স্থিরতা ভারতের পক্ষে মঙ্গলজনক কেননা কারণ ভারত সরকার সবসময়ই শান্তি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পক্ষে উল্লেখ করে তিনি বলেন,‘পাকিস্তানের মাটি থেকেই ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে মদত দেওয়া হচ্ছে। অবিলম্বে এসব জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে কড়া অবস্থান গ্রহণ না করলে দুই দেশের সম্পর্ক ভালো হওয়া সম্ভব নয়। ’

অ্যান্টনিকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, পাকিস্তানে নওয়াজ শরিফের নেতৃত্বে নতুন সরকার আসায় দু’দেশের সম্পর্কের বরফ গলবে কিনা?

উত্তরে প্রতিরক্ষামন্ত্রী বলেন,‘সম্পর্কের বরফ গলাতে গেলে সবার আগে পাকিস্তানে আশ্রয় নেওয়া জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ইসলামাবাদকে। ’

আরেক প্রতিবেশী রাষ্ট্র চীনের সঙ্গে সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন প্রতিরক্ষামন্ত্রী। সাংবাদিকদের তিনি বলেন, সম্প্রতি চীনা সেনাবাহিনী ভারত ভূখণ্ডে অনুপ্রবেশ নিয়ে যে সমস্যা দেখা গিয়েছিল, তা মিটেছে।

দু’দেশের উদ্যোগে একটি সন্তোষজনক সমাধানে পৌঁছানো গিয়েছে। এইসব সমস্যা সাময়িক। যা মিটিয়ে নেওয়ার মতো ক্ষমতা আছে।

একইসঙ্গে তিনি বলেছেন, সীমান্তের সমস্যা মেটাতে এবং শান্তি বজায় রাখতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। খুব শিগগিরই তিনি চীন সফরে যাবেন। এ সফরে মাধ্যমে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।

পুনেতে একটি সেনা হাসপাতালের শিনান্যাসে উপস্থিত থেকে পাকিস্তান ও চীন থেকে মাওবাদী সমস্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী।

বাংলাদেশ সময় : ১৮৫০ ঘণ্টা, জুন ১৯, ২০১৩
এস পি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর, এসএস- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।