ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সোমালিয়ায় ইউএনডিপি কার্যালয়ে হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৫, জুন ১৯, ২০১৩
সোমালিয়ায় ইউএনডিপি কার্যালয়ে হামলায় নিহত ১৫

ঢাকা: সোমালিয়ায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কার্যালয়ে হামলায় চার বিদেশীসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে।

দেশটির রাজধানী মোগাদিসুতে জঙ্গি সংগঠন আল শাবাব এই হামলা চালায় বলে বিবিসি অনলাইন জানায়।

খবরে বলা হয়, আল শাবাব জঙ্গিরা জাতিসংঘ কার্যালয়ে ঢুকে হামলা চালালে সেখানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাহিনীর সদস্যদের সঙ্গে ব্যাপক গোলাগুলি হয়।

দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ এক ঘণ্টার বেশি সময় স্থায়ী হয়।

ইউএনডিপি অফিসের বাইরে প্রত্যক্ষদর্শী এক ক্যামেরাম্যান বিবিসিকে জানায়, জাতিসংঘ কার্যালয়ে প্রবেশমুখে একজন আত্মঘাতী বোমা হামলাকারী বোমা মেরে একটি গাড়ি উড়িয়ে দেয়। এসময় তার সঙ্গে আরো চারজন বন্দুকধারী কার্যালয়ের ভেতরে প্রবেশ করে।

আল-কায়েদার মদদপুষ্ট আল শাবাবা এই হামলার কথা স্বীকার করেছে।

সরকারি বাহিনী ইতোমধ্যেই জাতিসংঘ ভবনটি পুন:দখল করেছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুন ১৯, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।