নয়াদিল্লি: এবার অমরনাথ যাত্রাপথটাই প্রবল বিপজ্জনক ও ঝুঁকিপ্রবণ। ওই রুটের যে কোন জায়গায় সন্ত্রাসবাদী জঙ্গি হামলা হতে পারে বলে হুঁশিয়ারি দিল জম্মু ও কাশ্মীর সরকার।
আগামী ২৮ জুন থেকে এবারের অমরনাথ যাত্রা শুরু হওয়ার মুখে এক সার্কুলার জারি করে এই সতর্কবার্তা দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর।
এতে বলা হয়েছে নিরাপত্তা পরিস্থিতি, যাত্রাপথ এলাকার ভৌগোলিক অবস্থা ও রাজ্যজুড়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে যাত্রীদের ওপর সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা রয়েছে। যাত্রার স্পর্শকাতর চরিত্র ও যাত্রাকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয় এসব ব্যাপার মাথায় রেখে বলা যায় এবারের অমরনাথ অভিযানে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা খুবই প্রবল।
গত সপ্তাহে দেওয়া এ নির্দেশিকায় রাজ্য প্রশাসন এবারের যাত্রায় আসা পূণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সেবাবাহিনী, পুলিশ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলিকে তাদের চলতি কার্যপদ্ধতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছে।
আরও বলা হয়েছে, কোন অবাঞ্চিত ব্যবস্থা এড়াতে গোয়েন্দা সংস্থা ও ইউনিফায়েড সদর কার্যালয় থেকে আসা নথিপত্র ও নির্দেশ পাওয়া মাত্রই যেন অন্য সংস্থাগুলির সঙ্গে লেনদেন করে যথাযথ ব্যবস্থা নেওয়া হয।
এছাড়া যাত্রী শিবিরগুলিতে যথেষ্ট পরিমাণ নিরাপত্তাবাহিনী মোতায়ন করতে, আকাশপথেও যাত্রাপথের ওপর নজরদারি করতে, শিবিরগুলি বিশেষ করে পবিত্র গুহা মন্দিরে অবাঞ্ছিত লোকজন ও সন্দেহভাজনদের চিহ্নিত করতে চর নিয়োগের কথাও নির্দেশিকায় উল্লেখ করেছে কাশ্মীর প্রশাসন।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর, এসএস-eic@banglanews24.com