কলকাতাঃ ২৩ বছর বাদে কোন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ইরাক সফর করছেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ ইরাক সফরে যাচ্ছেন।
এ সফর কালে তিনি ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হসিয়ার জেবারি’র সাথে বৈঠকে মিলিত হবেন। বৈঠক করবেন ইরাকের প্রধানমন্ত্রী নৌরি-আল-মালিকি’র সাথেও।
মূলত দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের উপর জোর দেওয়া হবে এ সফরে। আলোচনা করা হবে দুদেশের মধ্যে বাণিজ্য বিস্তার নিয়ে।
ভারতের ১২% তেল ইরাক থকে আমদানি করা হয়। বর্তমান গোটা এশিয়া অঞ্চলে ইরাক ৫০% তেল রপ্তানি করে। মনে করা হচ্ছে আগামী ২০৩০ সালের মধ্যে ইরাক এশিয়ায় ৮০% তেল রপ্তানি করবে।
এ সফরে সালমান খুরশিদ ইরাকের উপ-প্রধানমন্ত্রী ও কাউন্সিল অফ রিপ্রেজেন্টেটিভ’র সাথে বৈঠক করবেন বলেও জানা গেছে।
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, জুন ২০, ২০১৩
এসবি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-
eic@banglanews24.com