নয়াদিল্লি: একটি মামলার রায়ে সংবিধানের বরাত দিয়ে বিদেশিদেরও স্বাধীনতার অধিকার আছে জানাল সুপ্রিম কোর্ট।
ভারতের মাটিতে শুধু দেশের নাগরিক নয়, বিদেশিদের জীবন ও স্বাধীনতার অধিকারও সুরক্ষিত করেছে সংবিধান।
উগান্ডার তিন নাগরিক সংক্রান্ত একটি মামলা প্রসঙ্গে আদালত এ মত প্রকাশ করে।
একটি ভারতীয় সংস্থার দায়ের করা অভিযোগের ভিত্তিতে উগান্ডার তিন নাগরিকের পাসপোর্ট বাজেয়াপ্ত করেছিল মুম্বাই পুলিশ। ঐ নাগরিকদের চলাফেরার উপরেও জারি করা হয়েছিল বিধিনিষেধ।
সংশ্লিষ্ট এফআইআর তুলে নিয়ে তাদেরকে পাসপোর্টগুলি ফেরত দিতে পুলিশকে নির্দেশ দেয় শীর্ষ আদালত।
ভারতীয় সংবিধানের ২১ নং অনুচ্ছেদ অনুযায়ী, ‘আইনসম্মত পদ্ধতি ছাড়া কোন ব্যক্তির জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নেওয়া যায় না।
বিচারপতি এ কে পটনায়ক ও রঞ্জন গগৈ বলেন, ‘সংশ্লিষ্ট অনুচ্ছেদটিতে ‘ব্যক্তি’ বলতে শুধু ভারতীয় নয়, বরং ভারতে উপস্থিত যে কোন মানুষকে বোঝানো হয়েছে। তার মধ্যে বিদেশিরাও পড়েন। ’
উগান্ডার ঐ তিন নাগরিক আইনজীবী আইসাক ইসাঙ্গা মুসুম্বা, সাংসদ মাওয়ান্ডা মাইকেল মারাঙ্গা এবং ব্যবসায়ী মাগুলা মাথিয়াস একটি ব্যবসা-সংক্রান্ত বিবাদ মেটাতে সম্প্রতি ভারতে আসেন। কিন্তু ভারতীয় সংস্থাটি তাদের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ আনে। তারপরই তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করে মুম্বাই পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জুন ২০, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর, এসএস-eic@banglanews24.com