কোলকাতা: আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন আমেরিকার সেক্রেটারি অব সিনেট জন কেরি। মূলত ভারত এবং আমেরিকার যৌথ বাণিজ্যিক বিষয়গুলো নিয়ে তিনি ভারতের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন।
এ সফরে জন কেরি আমেরিকান ব্যবসায়ীদের ভারতে ব্যবসা করার সমস্যা নিয়ে আলোচনা করবেন। মনে করা হচ্ছে, মেধা সম্পত্তি সুরক্ষা, স্থানীয় মেধা সম্পত্তি নিয়ন্ত্রণ, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নিয়ে বার বার আসতে থাকা রাজনৈতিক বাধা-বিপত্তি নিয়ে আলোচনা হবে।
ভারতে ব্যবসার দ্বার প্রত্যাশা মতো সম্পূর্ণভাবে উন্মুক্ত হচ্ছে না বলে আমেরিকার ব্যবসায়ীরা আমেরিকার প্রেসিডেন্টকে চিঠি দিয়েছেন। এ বিষয় নিয়ে জন কেরি ভারতীয় প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করবেন বলে মনে করা হচ্ছে।
এছাড়াও পরমাণু নিরস্ত্রীকরণ, খাদ্য নিরাপত্তা, শিক্ষা সংক্রান্ত পারস্পরিক আদান-প্রদান, পরিবেশ নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। এ বাদে পাকিস্তান ও আফগানিস্তান প্রসঙ্গে দুই দেশের মতবিনিময় হবে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জুন ২০, ২০১৩
ভাস্কর সরদার/সম্পাদনা: তানিম কবির, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর