ঢাকা: নতুন এক গবেষণায় দেখা গেছে হাততালি একটি সামাজিক সংক্রমণ। বলা হয়েছে, ব্যক্তির পারফর্মেন্সের উপর দর্শক-শ্রোতাদের হাততালি নির্ভর করে না বরং একটি জনসভার অন্যসদস্য কেমন আচরন করছে তার উপরই হাততালি নির্ভর করে।
সুইডিশ এই গবেষণাটি সম্পতি রয়েল সোসাইটি ইন্টারফেসে প্রকাশিত হয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, কিছু লোকের মাধ্যমে হাততালি শুরু হয়ে তা দ্রুত একটি দলের সকলের মধ্যে ছড়িয়ে পড়ে।
আবার দুই একজন হাততালি বন্ধ করার মাধ্যমে ধীরে পুরো দলটিই হাততালি বন্ধ করে দেয়।
গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় বিজ্ঞানী ডা. রিচার্ড মান বলেন, একই ধরনের পারফর্মেন্স সত্ত্বেও হাততালির সময়ের পার্থক্য পরিলক্ষত হয়। এটি পুরোপুরিই নির্ভর করে জনতার মধ্যকার ক্রিয়াশীলতার উপর।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুন ২০ ঘণ্টা, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর