ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

তালেবান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা বাতিল!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৮, জুন ২০, ২০১৩
তালেবান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা বাতিল!

ঢাকা: আফগানিস্তান-যুক্তরাষ্ট্রের মধ্যকার বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা ভেস্তে গেছে। যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকা বৃহস্পতিবার এক খবরে দ্বি-পাক্ষিক আলোচনার বাতিলের খবর দিয়েছে।



আরেকটি প্রভাবশালী পত্রিকা দ্য ইন্ডিপেনডেন্ট অনির্দিষ্টকালের জন্য শান্তি আলোচনা স্থগিত হয়েছে বলে জানিয়েছে। একই খবর জানিয়েছে এনবিসি, আলজাজিরা, স্কাই নিউজসহ কয়েকটি পত্রিকা।

এর আগে রয়টার্স জানায় বৃহস্পতিবার তাদের একটি সূত্র তালেবান-যুক্তরাষ্ট্র আলোচনায় বসার কথা বললেও তা হচ্ছে না।

আফগান প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র আইমান ফাইজি বলেন, আফগানিস্তান বিষয়ে শান্তি-আলোচনার নিয়ে মার্কিন সরকারের কথা ও কাজের মধ্যে অমিল রয়েছে।

কাতারে তালেবানের অফিসের নামকরণ নিয়ে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই অসন্তুষ্ট। দোহায় ‘ইসলামিক এমিরেট অব আফগানিস্তান’ এই নামের কঠোর বিরোধীতা করেছে কারজাই।

আফগানিস্তানে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত কট্টরপন্থী তালেবার সরকারের নাম ছিল ইসলামিক এমিরেট অব আফগানিস্তান। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের আগ্রাসনে পতন ঘটে এই সরকারের।

আফগান সরকার বলছে এই ধরণের নামের এখন আর কোন অস্তিত্ব নেই। তাই নতুন করে এই নামকরণের মাধ্যমে পুরোনো ক্ষোভ উসকে দেওয়ারও অভিযোগ করে দেশটি।

এদিকে আফগান সরকারের তীব্র সমালোচনার মুখে বৃহস্পতিবার কাতারে তালেবানের অফিসের পতাকা ও নেইমপ্লেট সরিয়ে ফেলেছে তালেবান। কিন্তু এটাকে যথেষ্ট নয় বলে মনে করছে আফগান সরকার।

কাতারে শান্তি আলোচনা বয়কটের ইঙ্গিত দিয়ে আফগান সরকার এক বিবৃতিতে জানায়, আফগান সরকারের নেতৃত্বেই এই শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে- এমন আশ্বাস পাওয়ার পরই আমরা আলোচনার টেবিলে বসব।

এর আগে আফগান সরকার ২০১৪ সালে ন্যাটো আফগানিস্তান ছাড়ার পর সেখানে বিদেশী সৈন্য থাকবে কিনা এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান নিরাপত্তা আলোচনা স্থগিত করে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুলাই ২০ ঘণ্টা, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।