ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দিল্লিতে যমুনার পানি, বন্যার আশঙ্কা

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৫, জুন ২০, ২০১৩
দিল্লিতে যমুনার পানি, বন্যার আশঙ্কা

নয়াদিল্লি: ভারতের রাজধানী শহর দিল্লিতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। যমুনার পানি বিপদসীমা অতিক্রম করে দিল্লিতে ঢুকে পড়েছে।



যার জেরে রাজধানীর গুরুত্বপূর্ণ রাস্তা রিং রোডে পানি জমে বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে। পানিতে ডুবে গিয়েছে গান্ধী মাণ্ডি, সোনিয়া বিহার, গীতা কলোনি, বাটলা হাউসেও।
    
বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় প্রশাসন ইতোমধ্যেই সেনাবাহিনীকে তৈরি থাকতে নির্দেশ দিয়েছে। যমুনা নদীর পানিস্তর ২০৭.৩২। যা বিপদসীমার থেকে ২.৪৯ মিটার বেশি (বিপদসীমা ২০৪.৮৩ মিটার)।

হরিয়ানার হাতনিকুন্ড ব্যারেজ থেকে ১১ লক্ষ কিউসেক পানি ছাড়ায় যমুনায় পানিস্তর বিপদসীমা অতিক্রম করে।  

বাংলাদেশ সময় : ২১২১ ঘণ্টা, জুন ২০, ২০১৩
এস পি/ সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।