ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মুম্বাইয়ে আবারো ভবন ধস, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৩, জুন ২১, ২০১৩
মুম্বাইয়ে আবারো ভবন ধস, নিহত ৩

ঢাকা: মাত্র দুই মাসের ব্যবধানে মুম্বাইয়ে আবারো ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে দুটি শিশুসহ তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ভবনটি থেকে এখন পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা হয়েছে। তবে কতজন আটকা পড়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

মুম্বাইয়ের থানে জেলার কাছে মুম্ব্রা এলাকায় একটি তিনতলা ভবন ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার দিনগত রাত ২টা ৩০ মিনিটের দিকে ভবনটি ধসে পড়ে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়।

দুর্ঘটনার পর ছয়টি ‍অগ্নিনির্বাপক দল উদ্ধার কজে যোগ দেয়। ভবনটি মুম্বাই রেলওয়ে স্টেশনের বিপরীতে অবস্থিত।

উল্লেখ্য, মাত্র দুই মাসে আগে মুম্ব্রায় ভবন ধসে ৭০ জন প্রাণহানীর ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, জুন ২১, ২১০৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।