ঢাকা: মাত্র দুই মাসের ব্যবধানে মুম্বাইয়ে আবারো ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে দুটি শিশুসহ তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মুম্বাইয়ের থানে জেলার কাছে মুম্ব্রা এলাকায় একটি তিনতলা ভবন ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার দিনগত রাত ২টা ৩০ মিনিটের দিকে ভবনটি ধসে পড়ে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়।
দুর্ঘটনার পর ছয়টি অগ্নিনির্বাপক দল উদ্ধার কজে যোগ দেয়। ভবনটি মুম্বাই রেলওয়ে স্টেশনের বিপরীতে অবস্থিত।
উল্লেখ্য, মাত্র দুই মাসে আগে মুম্ব্রায় ভবন ধসে ৭০ জন প্রাণহানীর ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, জুন ২১, ২১০৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর