আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরাকে ভারতবর্ষের প্রতিবিম্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ।
বৃহস্পতিবার আগরতলায় নাগরিক সংবর্ধনা গ্রহণকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “যুগ যুগ ধরে নানা জাতি, ধর্ম ও ভাষার মানুষ ভারতবর্ষে এসেছেন। ভারতের বিভিন্ন জাতিসত্তার মানুষের মধ্যে মিশে এক হয়ে গেছেন। ত্রিপুরাতেও প্রতিটি জনগোষ্ঠীর নিজেদের স্বাতন্ত্র্য রয়েছে। ‘বৈচিত্রের মধ্যে ঐক্য’, ভারতীয় সংস্কৃতির এ মূলমন্ত্রটিকে আপনারা লালন করেছেন। ঐক্যের সুরকে সংহত করে আধুনিক রাজ্য হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছেন। আমি আপনাদের সঙ্গে আছি। ”
বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলা পুরসভার তরফে টাউনহলে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী মানিক সরকার, উপজাতি কল্যাণমন্ত্রী অঘোর দেববর্মা, নগরোন্নয়ন মন্ত্রী মানিক দে রাষ্ট্রপতিকে ফুল দিয়ে স্বাগত জানান।
ত্রিপুরার সঙ্গে তার সম্পর্ক বহু দিনের। রবীন্দ্রনাথকে স্মরণ করে তিনি বলেন, ‘‘অনেক দিন ছিলেম প্রতিবেশী, দিয়েছি যত, পেয়েছি তার বেশি। ’’
নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেন, “আমাকে সংবর্ধনা জানানোর জন্য আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই। অবনত মস্তকে আমি এই সম্মাননা গ্রহণ করলাম। ”
রাষ্ট্রপতি তার ছাত্র জীবনের কথা উল্লেখ করে বলেন, “সেদিনের তুলনায় ত্রিপুরার বহু পরিবর্তন হয়েছে। প্রতিকূলতা স্বত্বেও আপনারা অনেক ক্ষেত্রে এগিয়ে গেছেন। আপনারা এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যাবেন, তাতে সন্দেহ নেই। আমি আপনাদের অগ্রগতির সাফল্য কামনা করি। ”
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, জুন ২১, ২০১৩
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর , এসএস