ঢাকা: যে মেয়রের নিরাপত্তা ও হুকুম তামিল করতেই পুলিশ সদাব্যস্ত সেই মেয়রকে ধরেই পেটালেন পুলিশ। এমন ঘটনাই ঘটেছে উগান্ডার রাজধানী কাম্পলার নগরপিতা ইরিস লুকওয়াগোর ভাগ্যে।
বিরোধী দল থেকে নির্বাচিত লুকওয়াগো উগান্ডার প্রেসিডেন্ট জুওয়ারি মুজভেনির একজন কট্টর সমালোচক হিসেবে পরিচিত।
একটি ঘটনায় বিরোধী দলের নেতা কিজ্জা বেসিজকে অনুমতি না নিযে র্যালি করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। বিরোধী দল সরকারের বিরুদ্ধে ভিন্নমত দমনের অভিযোগ তুলেছে।
বৃহস্পতিবার লুকওয়ারার একটি মামলার শুনানির জন্য আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল।
পুলিশি নিরাপত্তায় লুকওয়ালায় আদালতে যাচ্ছিলেন। কিন্তু পথিমেধ্যই পুলিশ লুকওয়ালাকে রাস্তায় নামিয়ে বেধড়ক পেটায়।
এতে গুরুতর আহত হয়ে মেয়রের ঠাঁই হয় আদালতের বদলে হাসপাতালে।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুন ২১, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর