ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারত-বাংলাদেশ প্রশাসনিক বৈঠক ত্রিপুরায়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১২, জুলাই ১, ২০১৩
ভারত-বাংলাদেশ প্রশাসনিক বৈঠক ত্রিপুরায়

আগরতলা (ত্রিপুরা): ভারত ও বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিপুরা সার্কিট হাউসে। আগামী ৩ ও ৪ জুলাই ত্রিপুরার রাজধানী আগরতলায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।



বৈঠকে অংশ নেবেন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের কর্মকর্তারা। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ব্রাহ্মণবাড়িয়া জেলার ডেপুটি কমিশনার ও জেলা প্রশাসক। ত্রিপুরার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা প্রশাসক।

দু’দেশের মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা হবে তাও ঠিক করা হয়েছে।

আলোচ্যসূচিতে থাকছে- সীমান্ত পিলার সংস্কার, ত্রিপুরার মধ্যে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কবরগুলি চিহ্নিত করা, কাটাখাল ও কালাপানিয়া খালের প্রবাহ, সীমান্তের কাঁটাতারের বিষয়, সীমান্ত এলাকার অপরাধ, মহিলা ও শিশু পাচার, ওষুধ ও ফেনসিডিল চোরাচালান, অপরাধীদের হস্তান্তর, আগরতলা এবং আখাউড়া রেল সংযোগ প্রভৃতি।

বাংলাদেশের প্রতিনিধি দলে ব্রাহ্মণবাড়িয়া জেলার ডেপুটি কমিশনার ও জেলা প্রশাসক ছাড়াও থাকবেন পুলিশ সুপার, ডিজিবি ১২ ও ১০ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসাররা, নারকোটিক্স কন্ট্রোল অফিসার, ভূমি এবং রাজস্ব কর্মকর্তারা।

রাজ্যের পক্ষ থেকেও পশ্চিম জেলার জেলা প্রশাসক ছাড়াও থাকবেন সদর মহকুমা প্রশাসক, পুলিশ সুপার এবং পূর্ত দপ্তরের কর্মকর্তারা।

দু’দেশের এ বৈঠকে বিভিন্ন সমস্যার জট খুলতে পারে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১৩
তন্ময়/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।