ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মেয়েই হবে ব্রিটিশ রাজবধূ কেটের!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৮, জুলাই ৫, ২০১৩
মেয়েই হবে ব্রিটিশ রাজবধূ কেটের!

ঢাকা: ব্রিটিশ রাজপরিবার, ব্রিটেনের জনগণের সঙ্গে সারা বিশ্ব যেন অপেক্ষার প্রহর গুণছে- কখন আসছে রাজপরিবারের নতুন অতিথি। এই অপেক্ষার প্রহর যেমন আছে তেমনি আছে ছেলে না মেয়ে আসছে এমন কৌতুহলও!

কৌতুহলপ্রেমীদের কৌতুহল এবার খানিকটা হলেও বাড়িয়ে দিয়েছেন রাজপরিবারের এক আত্মীয়।

রানী দ্বিতীয় এলিজাবেথের নাতবৌয়ের অস্ট্রেলিয়া প্রবাসী এক আত্মীয় বলেন, ফুটফুটে কন্যা সন্তানই রাজপরিবারকে উপহার দেবেন ডাচেস অব ক্যামব্রিজ!

চিকিৎসদের ভাষ্যমতে হয়তো মধ্য জুলাই থেকে আগস্টের শুরু এই সময়ের মধ্যেই পৃথিবীতে আগমন ঘটবে রাজপরিবারের নতুন উত্তরাধিকারের। রাজপরিবারের গর্ভের শিশু নিয়ে অস্ট্রেলিয়াভিত্তিক একটি ওয়েবসাইটে এই ভবিষ্যৎ বাণী করেছেন ওই আত্মীয়।

নিউসাউথ ওয়েলসের জিলগান্দ্রার বাসিন্দা ৭২ বছর বয়সী লিলিয়ান লোয়ার্স মনে করছেন, দুপুর দু’টো থেকে রাত বারটার মধ্যে সন্তানের জন্ম দেবেন কেট। এমনকি শিশুর ওজন ২.২৬ কেজি হবে বলেও ভবিষ্যত বাণী করেছেন লিলি।

লিলির এই ভবিষ্যৎ বাণী যেমন অনেকের কৌতুহল বাড়িয়ে দিয়েছে তেমনি বাড়িয়ে দিয়েছে বাজিকরদের বাজির দরও! এখন দেখার বিষয় লিলির ভবিষ্যৎ বাণী সঠিক হয় কি না।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।