ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ব্রাজিলে সরকার বিরোধী বিক্ষোভ চলছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, জুন ২১, ২০১৩
ব্রাজিলে সরকার বিরোধী বিক্ষোভ চলছে

ঢাকা: ব্রাজিল সরকার গণপরিবহনে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করলেও দেশটিতে বিক্ষোভ চলছেই। দাবি আদায়ের বিক্ষোভ রূপ নিয়েছে সরকার-বিরোধী বিক্ষোভে।



প্রায় দশ লক্ষাধিক বিক্ষোভকারী দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় এই দেশটিতে বিক্ষোভে অংশগ্রহন করেছে।

শহরজুড়ে হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

শতাধিক শহরে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়া বিক্ষোভে সাও পোলোতে একজন তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিক্ষোভ ঠেলে একটি প্রাইভেট কার যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

এক সপ্তাহ আগে দেশটির গণপরিবহনে ভাড়া বৃদ্ধি এবং ২০১৪ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলে বিপুল অঙ্কের ব্যয় এবং দুর্নীতির অভিযোগে বিক্ষোভ শুরু হয়।

ব্রাজিলের প্রেসিডেন্ট ডিলেমা রৌসেফ দেশের এই সংকট মোকাবেলায় জাপান সফর বাতিল করেছেন।

প্রেসিডেন্ট উদ্ভূট এই পরিস্থিতি মোকাবেলায় শুক্রবার জরুরি মিটিংয়ের আহ্বান করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জুন ২১, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।