নয়াদিল্লি: তালিবানদের সঙ্গে আফগান সরকারের বৈঠকের সিদ্ধান্তে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সলমন খুরশিদ উদ্বেগ প্রকাশ করেছেন।
এছাড়া, আফগানিস্তানের রাষ্ট্রপতি হামিদ কারজাইয়ের উদ্দেশ্যে সলমন খুরশিদ বলেন, সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের দেখানো পথেই যেতে হবে।
ইরাকে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সলমন খুরশিদ তার এ উদ্বেগের কথা জানান।
সলমন খুরশিদ জানান, তালিবানের সঙ্গে শান্তি আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কাবুল।
আফগানিস্তান যদি তালিবানের সঙ্গে কোনও ঐকমত্যে পৌঁছে তবে তা ভারতসহ বাকী বিশ্বের কাছে উদ্বেগের কারণ হয়ে দেখা দেবে।
খুরশিদ বলেন, “আমরা এটাও মনে করি আফগানিস্তানের নিজেদের অধিকার রয়েছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার। তবে এটাও প্রত্যাশা করি তা কোনও পক্ষের কাছে যেন বিড়ম্বনার কারণ না হয়। ”
তিনি বলেন, “আমরা বারবার বলে এসেছি বিশ্ব সম্প্রদায়ের নির্দিষ্ট করা লাল সীমারেখা যেন কেউ লঙ্ঘন না করে। ”
গত বুধবার তালিবানের পক্ষ থেকে কাতারের রাজধানী দোহায় রাজনৈতিক দফতর খোলা হয়েছে। এরপর তারা আফগানিস্তানের রাষ্ট্রপতি হামিদ কারজাইসহ সকল পক্ষের সঙ্গে আলোচনা করার কথা ঘোষণা করে।
উল্লেখ্য, আফগান তালিবান ও তাদের সহযোগী হক্কানি নেটওয়ার্ক ২০০৮ ও ২০০৯ সালে কাবুলে ভারতীয় দূতাবাসের সামনে বিস্ফোরণ ঘটায়। ওই সময় মোট ৭৪ জনের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুন ২১, ২০১৩
এস পি/সম্পাদনা: মাহমুদুল ইসলাম, নিউজরুম এডিটর, এসএস