ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উত্তরাখণ্ড দুর্যোগে এখনো নিখোঁজ ১৪ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, জুন ২১, ২০১৩
উত্তরাখণ্ড দুর্যোগে এখনো নিখোঁজ ১৪ হাজার

কলকাতা: উত্তরাখণ্ডের প্রাকৃতিক দুর্যোগে এখনো প্রায় ১৪ হাজার মানুষ নিখোঁজ ও ৬০ হাজার মানুষ আটকে আছে।

বৃহস্পতিবার রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়।



বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৫০। কিন্তু সেটা বেড়ে একহাজার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

সবচেয়ে  ক্ষতিগ্রস্ত হয়েছে গৌরি কুন্ড এলাকা। এই জায়গাতেই অবস্থিত বিখ্যাত কেদারনাথের মন্দির।

উদ্ধারকারীরা মনে করছেন সেখানে এখনো পাঁচ হাজার মানুষ আটকে পড়ে আছেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে এই ঘটনাকে আজ পর্যন্ত ঘটা সবচেয়ে বড় উদ্ধারকারী অপারেশন বলে জানানো হয়েছে।

সেনা বাহিনীর ৪৫টি হেলিকপ্টার এবং সাড়ে আট হাজার সেনা জাওয়ানকে নামানো হয়েছে।

এছাড়াও আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট ও ইন্দো-টিবেটিয়ান পুলিশের একটি দল। বিজ্ঞানী মহলে এই বিপর্যয়কে ‘হিমালয়ান সুনামি’ বলা হচ্ছে।

বাংলাদেশ সময়:  ১৬১২ ঘণ্টা, জুন ২১, ২০১৩  
ভাস্কর সরদার/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।