ঢাকা: দক্ষিণ সুদানে ব্র্যাকের এক কর্মকর্তাকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বত্তরা।
বুধবার অফিসিয়াল কাজে দেশটির জুবা প্রদেশ থেকে ইয়েই প্রদেশে যাওয়ার পথে তাকে হত্যা করা হয়।
নিহতের নাম মোহাম্মদ হাবিবুর রহমান (৪৫)। তিনি তিন বছরের বেশি সময় ধরে সপরিবারে দক্ষিণ সুদানে কর্মরত ছিলেন। এক সন্তানের জনক হাবিবুর রহমানের স্ত্রী একজন স্কুল শিক্ষিকা।
ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন জানান, কিছু অজ্ঞাত ব্যক্তি হাবিবুর রহমান ও তার গাড়ির চালককে প্রথমে পিটিয়ে ও পরে ছুরিকাঘাতে হত্যা করে। তারপর হাবিবুরের লাশ গাছে ঝুলিয়ে রাখে দুর্বত্তরা। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে।
মাহবুব হোসেন আরো জানান, হাবিবুর ট্রাকে করে জুবা প্রদেশ থেকে বই নিয়ে জাই প্রদেশে বই নিয়ে যাচ্ছিল। এসময়ই এই দুর্ঘটনা ঘটে। তবে হাবিবুর রহমানকে পাওয়া গেলেও ট্রাকের চালককে পাওয়া যাচ্ছে না।
হাবিবুর ১৯৯০ সালে ব্র্যাকে যোগদান করেন। হাবিবুর দীর্ঘ ২২ বছর ধরে ব্র্যাকের শিক্ষা কার্যক্রমে নিরলসভাবে কাজ করেন। ২০০৯ সাল থেকে তিনি দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করেন।
হাবিবুরের মৃত্যুতে ব্র্যাক কর্তৃপক্ষ গভীর সমবেদনা জানিয়েছে। তদন্তসাপেক্ষ এই ঘটনার সঠিক কারণ উদঘাটনে দ. সুদান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এক বার্তায় দ্রুত হাবিবুরের লাশ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় এই বেসরকারি সংগঠনটি।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুন ২১, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর