ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিঙ্গাপুরে বিপজ্জনক মাত্রায় বায়ু দূষণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৩, জুন ২১, ২০১৩
সিঙ্গাপুরে বিপজ্জনক মাত্রায় বায়ু দূষণ

ঢাকা: সিঙ্গাপুরে বায়ু দূষণে মাত্রা বিপদজ্জনক পর্যায়ে পৌঁছাচ্ছে। দেশটির জনগণকে ঘরের ভেতর থাকতে আহ্বান জানানো হয়েছে।

বিমান চালনার সময় অতিরিক্ত পূর্বসতর্কতা অবলম্বনের জন্য চানগি বিমানবন্দরের ট্রাফিক নিয়ন্ত্রকদের নির্দেশ দেওয়া হয়েছে।

সিঙ্গাপুরের প্রতিবেশি মালয়েশিয়ায় দুইশ’র বেশি স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। সিঙ্গাপুরের দূষণ পরিমাপক ব্যবস্থা পলিউশন স্ট্যান্ডার্ডস ইনডেস্কের হিসাবে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টায় ৩৭১ পয়েন্টে পৌঁছায় যা বিপজ্জনক ‍মাত্রার চেয়ে ৭১ বেশি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বায়ু দূষণের বিপজ্জনক মাত্রা হচ্ছে ৩০০। এর আগে ১৯৯৭ সালে সিঙ্গাপুরে বায়ু দূষণের মাত্রা ২২৬

প্রতিবেশী ইন্দোনেশিয়ায় ব্যাপকভাবে বনজঙ্গলে পুড়ে ফেলার কারণে সিঙ্গাপুরে বায়ু দূষণের মাত্রা বাড়ছে। ইতোমধ্যে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষের কাছে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সিঙ্গাপুর।

এই মৌসুমে সুমাত্রার কৃষকরা সহজে নতুন চাষাবাদ করার জন্য জমিকে তৈরি করতে বন-জঙ্গল পুড়িয়ে দেয়। কৃষকরা স্থানীয় আইন লঙ্গন করে এভাবে বন-জঙ্গল পোড়ালেও ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ তা বন্ধ করতে ব্যর্থ হয়েছে।

সিঙ্গাপুরের পরিবেশমন্ত্রী ভিভিয়ান বালা কৃষ্ণ বলেন, “কোনো দেশ বা করপোরেশনের কোনো অধিকার নেই বায়ু দূষণ করে সিঙ্গাপুরবাসীর স্বাস্থ্যের ক্ষতি করার। ”

তবে ইন্দোনেশিয়া জানিয়েছে, বায়ু দূষণে সিঙ্গাপুর ও মালয়েশিয়াও দায় এড়াতে পারে না। কেননা যেখানে বন-জঙ্গল পোড়ানো হচ্ছে সেখানে পামওয়েল গাছের চারা রোপনে কাজ করছে অনেক সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কোম্পানি।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুন ২১, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।