ফিনল্যান্ডের সংসদ সদস্য অ্যানা কন্টুলা। অতীতে যৌন পেশার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
অ্যানার জীবনের এই দিকটা এতদিন অজানাই ছিল। আরও দীর্ঘদিনও হয়ত থাকতো, যদি না তিনি ফিনল্যান্ডের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম হেলসিঙ্গিন সানোমাতে দেওয়া সাক্ষাৎকারে এমন স্বীকারোক্তি করতেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) হেলসিঙ্গিন সানোমাতে অ্যানার সাক্ষাৎকারটি প্রকাশিক হয়। সেখানে তিনি নিজেই বলেছেন, রাজনীতিতে আসার আগে দীর্ঘ সময় আমি যৌনকর্মী হিসেবে কাজ করেছি।
টানা চতুর্থবারের মতো ফিনল্যান্ডের পার্লামেন্টে দায়িত্ব পালন করছেন ৪৮ বছর বয়সী অ্যানা। দীর্ঘদিন ধরেই তিনি যৌনকর্মীদের অধিকার রক্ষায় সোচ্চার ছিলেন। তবে এবারই প্রথম তিনি নিজের অতীত অভিজ্ঞতা প্রকাশ করলেন।
অ্যানা কন্টুলা জানান, মাত্র ১৬ বছর বয়সে ছাত্রাবাসে থাকার সময়ই তিনি এসকর্ট হিসেবে কাজ শুরু করেন। এর পেছনে ছিল আর্থিক সংকট ও কৌতূহল। তিনি বলেন, কোনোভাবে যদি জীবিকা নির্বাহ করতে চাইতাম… এটা ছিল যথেষ্ট যুক্তিসঙ্গত সমাধান।
প্রায় দুই দশক ধরে অনিয়মিতভাবে এই খাতে কাজ করেছেন কন্টুলা। সেই সময় তিনি যৌনকর্মীদের অধিকার রক্ষায় সোচ্চার হয়ে ওঠেন। ২০০২ সালে সহকর্মীদের নিয়ে তিনি যৌনকর্মীদের ইউনিয়ন ‘সালি’ গঠন করেন এবং বিভিন্ন প্রবন্ধ লিখে জনমত গঠনের চেষ্টা চালান। ২০০৬ সালে ফিনল্যান্ডে যৌনকর্ম সংক্রান্ত আইন আংশিকভাবে পাস হলে তিনি সেটিকে আংশিক সাফল্য হিসেবে দেখেছিলেন। কারণ এতে মানবপাচারের শিকারদের সুরক্ষার ধারা অন্তর্ভুক্ত হয়।
২০১১ সাল থেকে ফিনল্যান্ডের পার্লামেন্টে দায়িত্ব পালন করছেন অ্যানা। সংসদেও তিনি যৌনকর্মীদের অধিকার ইস্যুতে সক্রিয় ছিলেন। কেন এখন অতীত প্রকাশ করলেন? হেলসিঙ্গিন সানোমাতের এমন প্রশ্নে তিনি বলেন, এখন বিষয়টি নিয়ে কথা বললে সমাজে যৌনকর্ম নিয়ে আলোচনায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং সঠিক দিক নির্দেশনা দিতে পারবে।
তবে এরই মধ্যে তার এ স্বীকারোক্তি সমালোচনার মুখে পড়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) হেলসিঙ্গিন সানোমাতে প্রকাশিত এক মতামত কলামে আইন মনোবিজ্ঞানী পিয়া পুয়োলাক্কা এটিকে ‘উদ্বেগজনক’ আখ্যা দেন। তিনি লেখেন, অ্যানা যৌনকর্মকে ‘অন্য কাজের মতো কাজ’ হিসেবে বর্ণনা করেছেন, যা সমাজের জন্য ঝুঁকিপূর্ণ বার্তা। একটি সভ্য রাষ্ট্রের কাজ হলো এমন পরিবেশ নিশ্চিত করা, যেখানে কাউকে নিজের অন্তরঙ্গতা বিক্রি করতে হবে না।
ফিনল্যান্ডে কিছু ব্যতিক্রম বাদে যৌনকর্ম বৈধ। অ্যানা এই পেশা যখন শুরু করেছিলেন তখন তার বয়স ছিল ১৬, সে সময়ে এ বিষয়ে ফিনিশ আইনে কোনো নিষেধাজ্ঞা ছিল না। তবে ২০০৬ সালের আইনে আংশিকভাবে দেহ ব্যবসাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক, মানবপাচারের শিকার বা দালালের মাধ্যমে পরিচালিত যৌনকর্মীদের কাছ থেকে যৌনসেবা কেনা নিষিদ্ধ করা হয়।
অ্যানা জানিয়েছেন, তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। বর্তমানে তিনি সমাজকর্মী হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন এবং নিরাপদ যৌনশিক্ষা কার্যক্রমেও যুক্ত রয়েছেন।
এমজে