ঢাকা: সিরিয়ার চলমান গৃহযুদ্ধের কবল থেকে রেহাই পাচ্ছে না ঐতিহ্যবাহী স্থাপনাগুলো। দেশটিতে অবস্থিত বিশ্ব ঐতিহ্যের নিদর্শণ ছয়টি স্থাপনাকে বিলুপ্তির পথে রয়েছে বলে চিহ্নিত করেছে জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো।
ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির বৃহস্পতিবার কম্বোডিয়ার রাজধানী নমফেনে সিরিয়া সরকারের আপত্তি সত্ত্বেও স্থাপনাগুলোকে সংকটাপন্ন হিসেবে তালিকভুক্ত করে।
ইনেস্কো জানিয়েছে, দ্বন্দ্বের ধ্বংসলীলা থেকে সিরিয়ার ‘ব্যতিক্রমী প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক ঐতিহ্যগুলো’ রেহাই পাচ্ছে না। দুই বছরব্যাপী সিরীয় যুদ্ধে কমপক্ষে ৯৩ হাজার লোক নিহত ও প্রায় এক কোটি ৬০ লাখ সিরীয় গৃহছাড়া হয়েছে।
ইউনেস্কো জানায়, বিশেষভাবে আলেপ্পোর ঐতিহাসিক উত্তরাঞ্চলীয় শহর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছর মধ্যযুগীয় বাজার প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে। গত এপ্রিলে ১২ শতকের একটি মসজিদের মিনার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ইউনেস্কোর আরব হেরিটেজ বিষয়ক প্রোগ্রাম বিশেষজ্ঞ করিম হেনদিলি বলেন, “ছয়টির ঐতিহ্যবাহী স্থাপনার সবকটিকে বিলুপ্তের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। এটি সিরিয়ার ঐতিহ্যের প্রতি হুমকির ব্যাপারে আন্তর্জাতিক মহলের উদ্বিগ্নতার বহিঃপ্রকাশ। ”
বৈঠকে ইউনেস্কোতে সিরিয়ার রাষ্ট্রদূত লামিকা চাক্কুর স্বীকার করেন, আলেপ্পোও ক্ষতি হয়েছে। কিন্তু ছয়টি স্থাপনার সবকটিকে বিলুপ্তি হওয়ার পথে তালিকায় অন্তর্ভুক্ত না করার দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুন ২১, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com