ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উত্তরাখণ্ড পর্বতারোহীদের সঙ্গে বাংলানিউজের যোগাযোগ

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৮, জুন ২১, ২০১৩

কলকাতা: উত্তরাখণ্ডে  "হিমালয়ান সুনামির" ফলে আটক কলকাতার পর্বতারোহী দলের সঙ্গে প্রথম যোগাযোগ করতে সক্ষম হোল বাংলানিউজ।

বহুবার চেষ্টা করার পর শুক্রবার দুপুর দেড়টার সময় বাংলানিউজের তরফে কলকাতার একটি অভিযাত্রী দলের সঙ্গে যোগাযোগ করা যায়।

  তাদের মাধ্যমে আরও দুটি দলের খবর পাওয়া গেছে।

গত কয়েকদিন ধরে উত্তরাখণ্ডের হিমালয়ান রেঞ্জে পর্বতারোহী দল গুলির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। এদিন দুপুরে মোবাইলে বাংলানিউজের তরফে হাওড়া ডিস্ট্রিক্ট মাউন্টেনারিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং অ্যাসোসিয়েশনের সম্পাদক কিরণ মুখার্জির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়।

কিরণ মুখার্জির নেতৃত্বে একটি ১৪ জনের দল গাড়োয়াল পর্বত শ্রেণীর ২৩,৪১৯ ফুট চৌখাম্বা-১ অভিযানে গিয়েছিলেন। খারাপ আবহাওয়ার জন্য তারা ফিরে আসতে বাধ্য হন।

তিনিসহ বাকি ১৩ জন এখন হরিদ্বারে অবস্থান করছেন। সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানান,"চোখের সামনে মানুষ জলের তোড়ে ভেসে যেতে দেখেছি। তিনি জানান রাস্তা-ঘাট জলের তলায়। বিএসএফ ও সেনাবাহিনী উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েছে।

কলকাতার একটি দল নন্দাদেবী পর্বতমালার একটি শৃঙ্গ অভিযান করতে গিয়ে তাদের দলনেতা অচিন্ত্য এবং এক জন শেরপা নিখোঁজ বলে জানিয়েছেন কিরণ মুখার্জি।

অভিযাত্রীদলকে ফেরত আনতে পশ্চিমবঙ্গ সরকার দুপুর আড়াইটা ও সন্ধ্যে ৬ টার পর দুটি ট্রেনের ব্যবস্থা করেছে।

আরও একটি দল হাওড়া শৈলসাথী থেকে গত ৮ জুন কলকাতা থেকে রওনা দিয়েছিল। তারা “সুদর্শন” চুড়া অভিযান করতে গিয়েছিল। আবহাওয়া খারাপ থাকায় তাদেরও বাধ্য হয়ে ফিরে আসতে হয়।

গত ১৪ জুন থেকে তাদের কোন খবর পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে জানা যায় তারা উত্তর কাশী থেকে হরিদ্বারের দিকে রওনা হয়েছেন। খবর পাওয়ার সাথে সাথেই বাংলানিউজের তরফে ওই দলের সদস্যের কাছে সেই খবর পৌঁছে দেওয়া হয়।

গোটা অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে। মোবাইল ফোন কাজ করছে না। জিনিষের দাম ৬-৭ গুন। হাওড়া শৈলসাথীর গোটা দলকে টানা দুই দিন একটি মাত্র প্লাস্টিক চাপা দিয়ে বসে থাকতে হয়েছিল বলে জানা গেছে।

এখন পর্যন্ত খবর পাওয়া গেছে মোট ২০৭ জন মারা গেছেন। দুপুরের দিকে হরিদ্বার থকে ৪০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। গোটা রাজ্যে ১১০০ উপর রাস্তা ভেঙ্গে গেছে, ৯৪টি সেতু ধূলিসাৎ হয়েছে বলে জানিয়েছেন রাজ্য সরকার।

বাংলাদেশ সময়:  ১৮৩১ ঘণ্টা, জুন ২১, ২০১৩  
ভাস্কর সরদার/ সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।