ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

টানা ৬০ দিন ঘুমাননি জ্যাকসন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪০, জুন ২১, ২০১৩
টানা ৬০ দিন ঘুমাননি জ্যাকসন!

ঢাকা: হয়ত বেঁচে থাকলে পারফর্ম করে বিশ্বের সবচেয়ে ব্যবসা সফল কনসার্টের রেকর্ডটি ঘরে তুলতেন। কিন্তু এই কাজের দুশ্চিন্তা তার ‍মৃত্যুর অন্যতম কারণ হলেও তিনি অজান্তেই গড়েছেন আরেকটি রেকর্ড।



রেকর্ড করেই পপ সম্রাট মাইকেল জ্যাকসন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। চিরদিনের জন্য ঘুমে যাওয়ার আগে টানা ৬০ দিন তিনি ঘুমাননি।

সম্ভব জ্যাকসনই পৃথিবীর প্রথম ব্যক্তি হিসেবে ‍দুই মাস ঘুমাননি বলে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

চিকিৎসক কনরাডে মুরের দেওয়া  প্রোপোফল নামক বেদনানাশক ওষুধের কারণে  অজান্তেই এ রেকর্ড করেছেন জ্যাকসন।

হার্ভার্ড মেডিকেল স্কুলের ড. চার্লস সিজেইসলার জানান, স্বাভাবিক ঘুমের ব্যাঘাত ঘটায়। কিন্তু ব্যক্তিকে সতেজ ঘুমের অনুভূতি দেয়।

২০০৯ সালের ২৫ জুন বিশ্বনন্দিত গায়ক জ্যাকসন মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুর জন্য ঘুমহীন রাত কাটানোর প্রভাব অনেকখানি রয়েছে বলে ‍মন্তব্য চার্লস সিজেইসলারের।

মৃত্যুর দুই দিন আগে তাকে প্রোপোফল দেওয়া বন্ধ করে দেন কনরাড।

কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান এইজি লাইভের বিরুদ্ধে করা মামলার বিভিন্ন বিষয়  খতিয়ে দেখছেন নাসা ও সিআইয়ের ঘুম বিষয়ক সাবেক পরামর্শক সিজেইসলার।

কাজের জন্য ছেলেকে ‍অতিরিক্ত চাপ দেওয়া হয়েছিল । আর এ কারণেই মৃত্যু হয়েছে জ্যাকসনের-এমন ‍অভিযোগে এইজির বিরুদ্ধে মামলা করেছে তার মা।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জুন ২১, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।