ঢাকা: যুক্তরাষ্ট্রের গোপন নজরদারির তথ্য ফাঁসকারী এডওয়ার্ড জে স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় খুঁজে দিতে সহায়তা দিচ্ছে উইকিলিকস কর্তৃপক্ষ।
আইসল্যান্ডে উইকিলিকসের কর্মকর্তারা চেষ্টা চালাচ্ছেন, স্নোডেনকে আইসল্যান্ডে আশ্রয়ের ব্যবস্থা করে দিতে।
এক সংবাদ সম্মেলনে অ্যাসাঞ্জ বলেছেন, “আমরা স্নোডেনের আইনি দলের (আইনজীবী) সঙ্গে যোগাযোগ করছি এবং আইসল্যান্ডে তার আশ্রয় পাবার ব্যাপারে মধ্যস্থতা করছি। ”
ওয়াশিংটনে আইসল্যান্ডের দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছেন, আশ্রয় পাবার ব্যাপারে স্নোডেনের আইনজীবীরা প্রস্তাব দিয়েছে। এর বেশি আর কিছু জানাননি তিনি।
সম্প্রতি যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান প্রকাশ করে, যুক্তরাষ্ট্র সরকার লাখো ব্যবহারকারির ফোনে আড়ি পেতেছিল এবং ফেসবুক, গুগল, ইউটিউব, মাইক্রোসফটসহসহ বিভিন্ন ইন্টারনেট জায়ান্ট ও প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের তথ্যের ওপর গোপনে নজরদারি করেছে। প্রিজম নামের গোপন এ কর্মসূচির কথা পত্রিকাটিকে জানান সিআইএর সাবেক সদস্য।
পত্রিকায় প্রকাশিত হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ছেড়ে হংকংয়ে পাড়ি জমান স্নোডেন। ২০ মে থেকে তিনি হংকংয়ে অবস্থান করছেন বলে জানায় গার্ডিয়ান। মতামত প্রকাশে অবাধ স্বাধীনতা থাকায় হংকং যান স্নোডেন।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জুন ২১, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com