ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উত্তরাখণ্ডেও সক্রিয় কালোবাজারীদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৮, জুন ২২, ২০১৩

কলকাতাঃ প্রাকৃতিক বিপর্যয়কে পুঁজি করে উত্তরাখণ্ডে কালবাজারী চলছে।  

এ কাজে এলাকার দুর্গমস্থানকে বেছে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আটকে পড়া মানুষরা।



সূত্র জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে পানীজলের সমস্যা দেখা দিয়েছে। নদীর পানিও দূষিত। আর এ সুযোগে ১৮-২০ রুপি মূল্যের পানির বোতল বিক্রি করা হচ্ছে ১০০ রুপিতে।

এছাড়া ১০ রুপির নুডুলস বিক্রি হচ্ছে ৬০ রুপিতে। তাই বাধ্য হয়ে নদীর পানি খেতে হচ্ছে অনেককেই। এ অবস্থায় মহামারীর আশঙ্কা করা হচ্ছে।

এদিকে উপত্যকা অঞ্চলে আটকে আছে আনুমানিক কয়েক হাজার শিশু। তাদের জন্য নেই সামান্য দুধের বরাদ্দ।

একই সঙ্গে শুরু হয়েছে ট্রেনের টিকিট নিয়ে কালোবাজারী। হরিদ্বার থেকে কলকাতা ফেরার টিকেটের জন্য ১০০০-১৫০০ রুপি আদায় করা হচ্ছে। এতে দালালরা যুক্ত হচ্ছে সুযোগ বুঝে।


এদিকে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এটিএম পরিষেবা। যদিও শুক্রবার রাতে কয়েকটি রাজ্যে বিনা টিকিটে যাতায়াত করার জন্য একটি-দু’টি করে রেল ছাড়া হচ্ছে, তবে তা প্রয়োজনের তুলনায় অনেক কম।

অন্যদিকে, উদ্ধারকাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন লোকজন। অনেক ক্ষেত্রেই পরিবারের একজন দুই জন মানুষকে উদ্ধার করা হলেও বাকি পরিবার এখনও আটকে আছে।


পরিবেশবিদরা এই প্রাকৃতিক বিপর্যয় নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। তারা জানিয়েছেন, এই অঞ্চলে প্রায় ২৪৫টি জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। এরমধ্যে ৩৮ শতাংশ বিদ্যুৎ প্রকল্পে সঠিক ভাবে গাছ লাগানো হয়নি।

পরিবেশবিদরা কম্পট্রলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া (ক্যাগ)- এর রিপোর্ট উদ্ধৃত করে জানিয়েছেন, ক্যাগ আগেই জানিয়েছিল এ ধরনের বিপর্যয়ের মোকাবিলা করার শক্তি রাজ্যের নেই।

এ বিষয়ে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী বলেছেন, বিপর্যয় মোকাবেলায় এখন দল-মত নির্বিশেষে সবার ঝাঁপিয়ে পড়ার সময়।

তিনি দলের সব সংসদ সদস্যকে এক মাসের বেতন উদ্ধার কাজের তহবিলে দান করার নির্দেশ দিয়েছেন। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার উত্তরাখণ্ডে ঝিরঝির বৃষ্টি হবে। তবে আগামী ২৪ ঘন্টায় আবারও প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, জুন ২২, ২০১৩  
বিএস/সম্পাদনা: মাহমুদুল ইসলাম, নিউজরুম এডিটর, এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।