ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

স্নোডেনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ দায়ের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৬, জুন ২২, ২০১৩
স্নোডেনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ দায়ের

ঢাকা: সিআইএর সাবেক সদস্য এডওয়ার্ড স্নোডেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিয়ষক মন্ত্রণালয়। পলাতক স্নোডেনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও সরকারি সম্পত্তি চুরি অভিযোগ আনা হয়েছে।

গত মে মাসে দুটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে মার্কিন গোপন নজরদারির কথা ফাঁস করে হংকংয়ে পাড়ি জমান স্নোডেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্র সরকার লাখো ব্যবহারকারির ফোনে আড়ি পেতেছিল এবং ফেসবুক, গুগল, ইউটিউব, মাইক্রোসফটসহসহ বিভিন্ন ইন্টারনেট জায়ান্ট ও প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের তথ্যের ওপর গোপনে নজরদারি করেছে।

স্নোডেনকে দেশে ফিরিয়ে নেওয়ার আইনি প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র।

অবাধ মত প্রকাশের সুযোগ থাকায় হংকংকে আশ্রয়ের ঠিকানা হিসেবে বেছে নেন। কিন্তু হংকংয়ে আইন সংস্কার করে বিদেশি নাগরিককে প্রত্যাবর্তনের চুক্তি করেছে বলে জানা গেছে। এ কারণে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হতে পারে স্নোডেনকে।

এদিকে স্নোডেনকে আশ্রয় পেতে সহায়তা দিচ্ছে মার্কিন লাখো গোপন নথি প্রকাশকারী ওয়েবসাইট উইকিলিকস।

আইসল্যান্ডে স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় পেতে দেশটিতে উইকিলিকসের কর্মকর্তারা সহায়তা করছেন বলে জানান উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।

এক সংবাদ সম্মেলনে অ্যাসাঞ্জ বলেছেন, “আমরা স্নোডেনের আইনি দলের (আইনজীবী) সঙ্গে যোগাযোগ করছি এবং আইসল্যান্ডে তার আশ্রয় পাবার ব্যাপারে মধ্যস্থতা করছি। ”

ওয়াশিংটনে আইসল্যান্ডের দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছেন, আশ্রয় পাবার ব্যাপারে স্নোডেনের আইনজীবীরা প্রস্তাব দিয়েছে। এর বেশি আর কিছু জানাননি তিনি।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, জুন ২২, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।