ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আন্দোলনের মুখে সংস্কারের ঘোষণা ব্রাজিলের প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৪, জুন ২২, ২০১৩
আন্দোলনের মুখে সংস্কারের ঘোষণা ব্রাজিলের প্রেসিডেন্টের

ঢাকা: দেশজুড়ে সরকারবিরোধী আন্দোলন প্রশমিত করতে এক গুচ্ছ সংস্কারের ঘোষণা দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা  রৌসেফ। তিনি বলেছেন, গণপরিবহন নিয়ে তিনি একটি নতুন পরিকল্পনা গ্রহণ করবেন এবং তেল বিক্রি থেকে প্রাপ্ত সব অর্থ শিক্ষাখাতে ব্যয় হবে।

দেশের স্বাস্থ্য সেবার মান বাড়াতে হাজারো চিকিৎসককে বিদেশে পাঠানো হবে বলে জানান তিনি।

এর আগে আন্দোলন নিয়ে মন্ত্রীপরিষদের সদস্যদের নিয়ে জরুরি  বৈঠক করেন তিনি।

গত সপ্তাহে সাও পাওলোতে পরিবহন ভাড়া বাড়ার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। এ বিক্ষোভ দুর্নীতিসহ অন্যান্য ইস্যু নিয়ে আন্দোলনে পরিণত হয়।

বৃহস্পতিবার ১০ লাখেরও বেশি ব্রাজিলিয়ান রাস্তায় নামে। বেশ কয়েকটি শহরে সহিংসতার ঘটনা ঘটেছে। এতে দুজন মারা গেছেন ও অনেকে আহত হয়েছে।

পূর্বে ধারণকৃত রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওতে দিলমা রৌসেফ জানান, তিনি আন্দোলনকারীদের দাবির কথা শুনছেন।

শান্তিপূর্ণ আন্দোলনের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

তিনি বলেন, “আমি চাই প্রতিষ্ঠানগুলো আরও স্বচ্ছ হবে, আরও অসৎ কাজবিরোধী হবে। ”

বিশ্বকাপ ফুটবলের আয়োজনের পক্ষে নিজের দৃঢ় অবস্থান ব্যক্ত করে তিনি বলেন, “আমরা অতিথিদের সঙ্গে সম্মানের সহিত আচরণ করব এবং বিখ্যাত একটি বিশ্বকাপের আয়োজন করব। ”

আন্দোলনকারীদের অভিযোগ, গণপরিবহনের ভাড়া বাড়িয়ে ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে কনফেডারেশন কাপ ও বিশ্বকাপের আয়োজনের ব্যয়ের যোগান দেওয়া হচ্ছে।

কিন্তু এ বিষয়টি নাকচ করে দিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট জানিয়েছেন, “স্বাস্থ্য ও শিক্ষা খাতের মতো গুরুত্বপূর্ণ খাতের ক্ষতি করে করদাতাদের থেকে প্রাপ্ত টাকা (বিশ্বকাপ আয়োজনে) ব্যবহারের অনুমোদন দেব না। ”

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুন ২২, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।