ঢাকা: নেইল আর্মস্ট্রংয়ের পরে চাঁদে পা রেখে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন বাজ অলড্রিন। ১৯৬৯ সালের ২১ জুলাই চাঁদের বুকে তাদের পা রাখার পর অনেকে গেছেন সেখানে।
অলড্রিন মনে করেন, মঙ্গলে মানুষ পাঠানোর সময় এখনই। খুব তাড়াতাড়ি শুরু করতে হবে এ মিশন। শুধু তাই নয়, লাল গ্রহে (মঙ্গলে) মানুষের স্থায়ী উপনিবেশ করে তোলার পরিকল্পনা নিয়ে ভাবনা শুরু করা উচিত।
চাঁদে কেন নভোচারি পাঠানো নিয়ে ভাবা উচিত সেটির ব্যাখায় তিনি বলেছেন -কেননা মানুষের প্রকৃতিই হচ্ছে উন্মোচন, বসতি গড়ার জন্য নতুন স্থানের সন্ধান করা।
বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে ঝুঁকিপূর্ণ এ উদ্যোগ যুক্তরাষ্ট্র নিতে পারে বলে মন্তব্য তার। তিনি বলেন, এটি করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ হবে।
বেসরকারি প্রতিষ্ঠানগুলোও মঙ্গলে মানব বসতি গড়ার স্বপ্ন দেখছে। এরকম একটি প্রতিষ্ঠান হচ্ছে মারস ওয়ান।
ডাচভিত্তিক এ অলাভজনক প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের পরিকল্পনা রয়েছে ২০২৩ সালে তারা মঙ্গলে উপনিবেশ গড়ে তুলবেন। তারা মার্কিন প্রতিষ্ঠান স্পেস এক্স-এর প্রযুক্তি ব্যবহার করবে।
অলড্রিন এসব উৎসাহী প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি জানান, এ ক্ষেত্রে সরকারকেই নেতৃত্ব দেওয়া উচিত।
তিনি বলেন, বেসরকারি উদ্যোক্তারা সবসময় মুনাফার আশায় বিনিয়োগ করে। এ কারণে আমরা ৬০ ও ৭০ দশকে ব্যক্তিগত বিনিয়োগের ওপর নির্ভর করে চাঁদে যাইনি। বিজ্ঞান, উন্নয়নে এবং মহাকাশের বাণিজ্যিকীকরণে সহায়তা করতে এটি ছিল জাতীয় বিনিয়োগ।
মঙ্গলের উপযোগী করতে নভোচারীদের চাঁদে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে বলে পরামর্শ দেন তিনি।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জুন ২২, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com