নয়াদিল্লি: উত্তরাখণ্ডের বন্যাত্রাণে সাহায্য করার জন্য দলের সব সংসদ সদস্য ও বিধায়ককে এক মাসের বেতন দান করার নির্দেশ দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
শনিবার একথা জানিয়েছেন দলের যোগাযোগ বিভাগের প্রধান অজয় মাকেন।
অজয় মাকেন বলেন, ‘কংগ্রেস সভাপতি প্রত্যেক প্রদেশকে অবিলম্বে তাদের নিজের রাজ্য থেকে ত্রাণসামগ্রী জড়ো করে উত্তরাখণ্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ’
বর্তমানে লোকসভায় কংগ্রেসের সংসদ সদস্য ২০৩ জন। রাজ্যসভায় দলের সদস্য রয়েছেন ৭২ জন। তাদের প্রত্যেকের সংসদ তহবিল থেকে ১০ লক্ষ টাকা করে বন্যাত্রাণ তহবিলে জমা দিতে নির্দেশ দিয়েছেন সোনিয়া।
এদিকে ত্রাণকাজে সাহায্য করতে দেরাদুনে দলীয় কার্যালয়ও খোলা হয়েছে। ত্রাণকাজে তদারকি করার জন্য এআইসিসির সচিব সঞ্জয় কাপুর ও সেবাদল প্রধান মহেন্দ্র যোশিকে দেরাদুনে পাঠানো হয়েছে।
কেদারনাথ মন্দির এলাকার পরিকাঠামোর ক্ষয়ক্ষতি মেটাতে অন্তত পাঁচ বছর সময় লেগে যেতে পারে বলে মন্তব্য করেছেন উত্তরাখণ্ডের কৃষিমন্ত্রী হরক সিং রাওয়াত।
উত্তরাখণ্ডের বন্যা পরিস্থিতিকে ‘সহস্রাব্দের সবচেয়ে বড় বিপর্যয়’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমি কেদারনাথ মন্দিরের আশপাশে ক্ষতিগ্রস্ত এলাকায় পাঁচ ঘণ্টা সময় কাটিয়েছি। ক্ষয়ক্ষতির বহর দেখে মনে হয়েছে পরিকাঠামোর পুনর্নির্মাণের জন্য অন্তত পাঁচ বছর সময় লাগবে। ’
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জুন ২২, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর/আরআই