ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কাশ্মিরে বাংলাদেশি নাগরিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৪, জুন ২২, ২০১৩

কোলকাতা: ভারত অধ্যূষিত জম্মু-কাশ্মিরের পাকিস্তান সীমান্তের কাছ থেকে বাংলাদেশি এক নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

জম্মুর আরএসপুরা এলাকা থেকে শুক্রবার তাকে আটক করা হয়।

 

আটক মোহাম্মদ ওয়াসিম (২৮) বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বাংলাদেশি এ নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে।

জানা যায়, মোহাম্মদ ওয়াসিম শুক্রবার রাতে ভারত সীমান্ত  পার হয়ে পাকিস্তানে ঢোকার চেষ্টা করছিলেন। এ সময় বিএসএফ তাকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুন ২২, ২০১৩
ভাস্কর সরদার/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।