ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

শাহবাগ নিয়ে কলকাতায় আলোচনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৩, জুন ২২, ২০১৩
শাহবাগ নিয়ে কলকাতায় আলোচনা

কোলকাতা: ঢাকার শাহবাগের আন্দোলনকে শ্রদ্ধা জানাতে কলকাতা ইন্দো-বাংলাদেশ কালচারাল সেন্টারের পক্ষ থেকে শনিবার বিকেল ৪টায় কোলকাতা প্রেসক্লাবে এক আন্তর্জাতিক আলোচনা চক্রের আয়োজন করা হয়।

আলোচনার বিষয় ছিল ‘শাহবাগ: দক্ষিণ এশিয়ার মৌলবাদ রোধে নাগরিক সমাজের ভূমিকা’।



এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহবাগ আন্দোলনের অন্যতম, যুদ্ধাপরাধ বিচার মঞ্চের আহ্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক খালেদুর রহমান শাকিল।

আরো উপস্থিত ছিলেন- পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার, বিশিষ্ট তথ্যচিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার, বিশিষ্ট সাংবাদিক অরুন্ধতী মুখোপাধ্যায়, বিবিসির সাংবাদিক সুবীর ভৌমিক ও পশ্চিমবঙ্গ বিধানসভার জাতীয় কংগ্রেসের বিধায়ক অসিত মিত্র।

আলোচনায় বলা হয়, বিশ্ব জুড়ে মৌলবাদের রণহুঙ্কার বেড়ে চলেছে। এ মৌলবাদের করাল গ্রাস থেকে মুক্তি পায়নি দক্ষিণ এশিয়াও। এদিকে, মৌলবাদকে রুখে দিতে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলা হয়, বাংলাদেশের শাহবাগে।

শাহবাগ প্রসঙ্গে সাংবাদিক খালেদুর রহমান শাকিল বলেন, “বাংলাদেশের বাঙালিদের ‘শাহবাগ আন্দোলন’ শুধুমাত্র রক্তের বিনিময়ে বদলা নয়; যেমনটা বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। ”

তিনি বলেন, “ঠিক তেমনি তারা (শাহবাগ প্রতিবাদ) এ আন্দোলনের মধ্য দিয়ে মৌলবাদকে পরাস্ত করবে। এ আন্দোলন সেদিনই শেষ হবে, যেদিন বাংলাদেশ থেকে মৌলবাদ শেষ হবে। ”

তিনি শাহবাগের প্রতিবাদকে ‘মৌলবাদের বিরুদ্ধে সজাগ হওয়ার আন্দোলন’ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “এ আন্দোলন শুধুমাত্র বাংলাদেশেরই নয়, এর মধ্যে নিহিত মৌলবাদ উৎখাতের অহিংস পন্থা। এ সত্তা দিয়ে মৌলবাদকে উৎখাত করতে দক্ষিণ এশিয়ার সবাই সবাইকে পূর্ণ সহযোগিতাও করতে হবে। ”
    
সাংবাদিক সুবীর ভৌমিক তার বক্তব্যে ভারত-বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে ঝুলে থাকা তিস্তা পানিবণ্টন চুক্তি মিটিয়ে নেওয়াসহ বিভিন্ন স্থল চুক্তি নিয়ে আলোচনার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জুন ২২, ২০১৩
শেখর বৈদ্য/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।