ঢাকা: ২৫তম বার্ষিক কুৎসিত কুকুর প্রতিযোগীতায় বিজয়ী হয়েছে কুকুরটি। শুক্রবার উত্তর ক্যালিফোর্নিয়ায় আয়োজিত প্রতিযোগীতায় চার বছর বয়সী কুকুরটি ২৯টি কুকুরকে পেছনে ফেলে সবচেয়ে কুৎসিত কুকুরের খেতাব অর্জন করে।
এ বিষয়ে বিচারক ব্রায়ান সোবেল বলেন, “কুকুরটিকে দেখলে আপনার মনে হবে এর শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন কুকুরের অংশ দিয়ে তৈরি বা অন্য কোনো প্রাণীর শরীরের অংশ বিশেষ রয়েছে। ”
হাঁটার সময় কুকুরটির বিশেষ এক অঙ্গভঙ্গি কুকুরটিকে বিজয়ী করেছে বলেও বিচারকরা জানান।
‘ওয়ালে’ নামের কুকুরটির মালিক তামি বারবির বয়স যখন মাত্র তিনমাস তখন তিনি কুকুরটিকে পান।
তিনি বলেন, মানুষজন আমাকে বলে কুকুরটি দেখতে সুন্দর নয়, তারপরও আমি একে ভালোবাসি।
প্রতিযোগীতায় বিজয়ী ওয়ালে পুরষ্কার হিসেবে অর্জন করেছে এক হাজার ৫০০মার্কিন ডলার। এছাড়া এনবিসি, এবিসি সহ বিভিন্ন চ্যানেলে আগামী সপ্তাহে তার(কুকুরটির)ছবি প্রচার করা হবে।
এ বিষয়ে প্রতিযোগীতার আয়োজকরা বলেন, প্রাকৃতিকভাবে যেসব কুকুর দেখতে কুৎসিত তাদেরকে নিয়ে এই আয়োজন।
বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, জুন ২৩, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর