ঢাকা: পাকিস্তান-শাসিত কাশ্মীরে একটি হোটেলে বন্দুকধারীদের গুলিতে দশজন বিদেশী পর্যটক নিহত হয়েছে।
বিবিসি অনলাইন প্রাথমিক প্রতিবেদনে জানায়, নিহত দশজনের মধ্যে পাঁচজন ইউক্রেনের, দুইজন রাশিয়ার এবং তিনজন চীনের নাগরিক।
গিলগিট-ব্যালিস্টানের জেলার ডিয়েমার এলাকায় শনিবার মধ্যরাতে এই হামলা চালানো হয়েছে।
হামলার কারণ এখনও জানা যায়নি। তাছাড়া কোনো দল এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।
হিমালয়ের পাদদেশের অঞ্চলটি সবসময়ই পর্যটকদের আনাগোনা লক্ষ্য করা যায়। তাই বাড়তি নিরাপত্তা সবসময়ই লক্ষ্য করা যায়।
পাকিস্তানের জিও টেলিভিশন জানায়, পুলিশ হামলার পর এলাকাটি জনসাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ করে দিয়েছে।
কাশ্মীরের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা আলি শের বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, অজ্ঞাত কয়েকজন লোক গতকাল হোটেলে প্রবেশ করে রাতে একটার দিকে আচমকা নির্বিচারে গুলি চালিয়ে পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুন ২৩, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন ও কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর