নয়াদিল্লি: উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নীরবতায় প্রশ্ন উঠেছে ভারতজুড়ে।
দেশের ভাবী প্রধানমন্ত্রীর এ ব্যাপারে কোনো উদ্যোগ না থাকায় অনেকে আশাহীন হয়ে বলছেন, বিপর্যয়ের এতদিন পরেও একদিনের জন্য রাহুল গান্ধীর কোনো বক্তব্য পাওয়া গেলো না।
সমালোচনাকারীরা পূর্বের ঘটনার কথা উল্লেখ করে বলছেন, রাহুল গান্ধীর এ রকম চুপ থাকার ঘটনা এটাই প্রথম নয়। লোকপাল বলি নিয়ে যখন দেশে তোলপাড় চলছিল তখনও তাকে নীরব থাকতে দেখা গেছে। এছাড়া ডিসেম্বরে দিল্লিতে ধর্ষণ ঘটনায়ও তাকে কথা বলতে দেখা যায় নি।
এদিকে, উত্তরাখণ্ডের প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। নিখোঁজ রয়েছে হাজার হাজার।
পরিস্থিতি পর্যবেক্ষণ করতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও প্রধানমন্ত্রী মনমোহন সিং আকাশপথে বিপর্যস্ত এলাকা ঘুরে দেখেছেন।
বাংলাদশে সময় : ১২৫২ ঘণ্টা, জুন ২৩, ২০১৩
এসপি/সম্পাদনা: মাহমুদুল ইসলাম, নিউজরুম এডিটর, এসএস