ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কলকাতায় আকাশপথে নজরদারি

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, জুন ২৩, ২০১৩

কলকাতাঃ এবার আকাশপথে কলকাতার ওপর নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে নজরদারি চালাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই ব্যবস্থায় ব্যবহার করা হবে হেলিকপ্টার, উড়ন্ত বেলুন বিবিধ।



এর ফলে অসামাজিক ও শান্তি ভঙ্গকারী কার্যকলাপ  অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে বলে আশা করছে সরকার।  

জানা গেছে, ভারতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের “সেফ সিটি” প্রকল্পের অংশ হিসেবে এ উদ্যোগ। এই নজরদারিতে আরও ব্যবহার করা হবে ক্যামেরা, সেন্সরসহ আরও আধুনিক যন্ত্রপাতি। হেলিকপ্টারে থাকবেন অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত সেনাবাহিনীর কম্যান্ডরা।

সূত্র জানায়, এইসব যন্ত্রপাতি দিয়ে তোলা ছবি, তথ্য ও শব্দ বিশ্লেষণ করা হবে একটি কন্ট্রোলরুম থেকে। এই বিশ্লেষণের মাধ্যমে কন্ট্রোলরুম থেকেই ঘটনা ঘটার আগে বা পরে বিশেষ নির্দেশ দেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের বেশির ভাগ সড়ক ও গুরুত্বপূর্ণ ভবনগুলো সিসি টিভি ক্যামেরার পর্যবেক্ষণে রাখা হবে। এবং অপরাধ প্রবণ এলাকাগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এই নজরদারি ব্যবস্থা থাকবে তরঙ্গ নিয়ন্ত্রিত।

সিসি টিভি’র নজরদারিতে রাখা হবে রেলস্টেশন, বাসস্ট্যান্ড, হাসপাতাল, কলকাতা মেট্রো, শহরের বিভিন্ন মোড় ছাড়াও বিশ্ববিদ্যালয় চত্বর, কলেজ ইত্যাদি স্থান।

এদিকে, পুলিশ বিভাগে বাড়ানো হচ্ছে কর্মীসংখ্যা। কলকাতা ছাড়াও দিল্লি, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, আমেদাবাদ, ব্যাঙ্গালোর প্রভৃতি শহরে এই নজরদারি পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জুন ২৩, ২০১৩  
বিএস/সম্পাদনা: মাহমুদুল ইসলাম, নিউজরুম এডিটর, এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।