ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

প্রণব দিল্লি গেলেন কাঁঠাল-আনারস নিয়ে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, জুন ২৩, ২০১৩
প্রণব দিল্লি গেলেন কাঁঠাল-আনারস নিয়ে

আগরতলা (ত্রিপুরা): রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তার ২৯ ঘণ্টার ত্রিপুরা রাজ্য সফর শেষ করে দিল্লি ফিরে গেছেন শুক্রবার সন্ধ্যায়। কিন্তু রাজ্য থেকে কি নিয়ে গেলেন রাষ্ট্রপতি? এ প্রশ্নই যেন ঘুরেফিরে সবার মনে।



রাজভবন সূত্রে জানা গেছে, ত্রিপুরার কাঁঠাল ও আনারস খেয়ে ভীষণ খুশি রাষ্ট্রপতি। তাই দিল্লি যাবার সময় সঙ্গে করে নিয়ে গেছেন রাজ্যের কাঁঠাল আর আনারস।

গত বৃহস্পতিবার রাজ্য সফরে এসেছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি এখানে চারটি বড় অনুষ্ঠানে অংশ নেন। প্রণব মুখোপাধ্যায় ছিলেন রাজ ভবনে। সেখানেই তার আপ্যায়নের ব্যবস্থা করেছিল রাজ্য সরকার।

রাজভবন সূত্রে আরও জানা গেছে, রাষ্ট্রপতিকে আপ্যায়ন করার জন্য অনেক ধরনের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। রাষ্ট্রপতি খুব খুশি হয়েছেন রাজ্যের আনারস ও কাঁঠাল খেয়ে। এতে খুশি হন রাজ্যভবনের লোকজনও।
রাষ্ট্রপতি দিল্লিতে ফিরে যাবার সময় তাকে  দেয়া হয় ৫০টি আনারস ও ১০টি কাঁঠাল।

সফরের সময় রাষ্ট্রপতিকে রাজ্যের বিভিন্ন সংস্থা থেকে উপহার দেয়া হয়েছে। সব মিলিয়ে তিনি পেয়েছেন ৩৭টি উপহার। রাষ্ট্রপতির সাথে ৪৩ জন সফরে এসেছিলেন।

রাষ্ট্রপতির মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় খুব খুশি ত্রিপুরার সিল্ক শাড়িতে। রাজ্য থেকে তিনি কিনে নিয়ে গেছেন সিল্ক শাড়ি।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ২৩, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর, এসএস eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।