নয়াদিল্লি: রাষ্ট্রপতি শাসনের অধীনে থাকা ঝাড়খণ্ডে বিকল্প সরকার গঠনের ব্যাপারে বেশ কয়েক কদম অগ্রসর হয়েছে কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা জেএমএম।
চলতি বছরের ৮ জানুয়ারি তৎকালীন মুখ্যমন্ত্রী অর্জুন মুণ্ডা সরকার পতনের পর রাজ্যে চালু হয় রাষ্ট্রপতির শাসন।
এর আগে ঝাড়খণ্ডে বিজেপির সঙ্গে জোট বেধে সরকার গঠন করেছিলেন জেএমএম’র শিবু সোরেন। কিন্তু জোট ভেঙে যাওয়ার কারণে ১৮ জানুয়ারি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়।
শিবু সোরেনের জেএমএম’র সমর্থনে রাজ্যে জোট সরকার গঠনের বিষয়ে আগ্রহ দেখিয়েছেন রাজ্যের কংগ্রেস নেতারাও। কিন্তু দিল্লির শীর্ষনেতারাও প্রথমে এ ব্যাপারে দ্বিধাগ্রস্ত ছিলেন।
মধু কোড়া ও কিছু জেএমএম নেতার বিরুদ্ধে চলতে থাকা মামলাই কংগ্রেস শীর্ষ নেতাদের এই দ্বিধার কারণ। প্রথমত নির্দল মধু কোড়ার নেতৃত্বাধীন সরকারকে প্রথমে সমর্থন জানানো হলেও পরে কোড়া ঘোরতর দুর্নীতির ঘটনায় জড়িয়ে পড়েন।
যার জন্য কংগ্রেসের সমালোচনার মুখেও পড়েন তিনি। দ্বিতীয়ত, জেএমএম’র কিছু নেতার বিরুদ্ধে এখনও মামলা চলতে থাকায় ওই দলের সঙ্গে রাজ্যে জোট বাঁধা নিয়ে দ্বিধাগ্রস্ত ছিল কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু বর্তমানে পরিস্থিতি অন্য দিকে মোড় নেওয়ায়, জোট গঠনের ব্যাপারে নতুনভাবে ভাবনাচিন্তা করা হচ্ছে।
ভাবনাচিন্তার আরও একটি বড় কারণ, আগামী ২০১৪’র লোকসভা নির্বাচন। সাধারণ নির্বাচনের কথা মাথায় রেখেই কংগ্রেস, রাজ্যে জোট গঠনের জন্য কারও না কারোর হাত ধরতে চাইছে। ঝাড়খণ্ডের ১৪টি লোকসভা আসনের মধ্যে কংগ্রেসের একটি ও জেএমএম’র দু’টি আসন রয়েছে।
উল্লেখ্য, রাজ্য বিধানসভার মেয়াদ শেষ হতে এখনও ১৮ মাস বাকি রয়েছে।
বাংলাদেশ সময় : ১৫৩৫ ঘণ্টা, ২৩ জুন, ২০১৩
এসপি/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর, এসএস