ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বাঘের পেটে মৎস্যজীবী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, জুন ২৩, ২০১৩

কলকাতা: সুন্দরবনের বিদ্যাধর নদীতে মাছ ধরতে গিয়ে বাঘের হামলার শিকার হলেন এক মৎস্যজীবী।

বন দফতর জানিয়েছে, বিদ্যাধর নদীর চরে স্বপন মণ্ডল (৪০)সহ আরও পাঁচজন নারী-পুরুষ মাছ ধরতে যায়।

শনিবার ভোরে স্বপন মণ্ডল নদীর চরে প্রাতঃকৃত্য করতে গেলে হঠাৎ তার উপর একটি বাঘ ঝাঁপিয়ে পরে তাকে জঙ্গলে টেনে নিয়ে যায়।

নৌকায় থাকা সঙ্গী-সাথীরা বাঘের পিছনে লাথি-সোটা নিয়ে তাড়া করলেও তারা ত‍াদের সঙ্গীকে ফিরিয়ে আনতে পারেননি। বাঘটি তাকে গভীর জঙ্গলের ভিতর নিয়ে যায়।

এ ঘটনায় গোসাবা থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ওই মৎস্যজীবীদের কাছে মাছ ধরতে যাবার কোন বৈধ কাগজপত্র ছিল না।

বন দফতরের একটি দল স্বপন মণ্ডলের খোঁজে জঙ্গলের ভিতর অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জুন ২৩, ২০১৩
এসবি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর, এসএস eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।