ঢাকা: অঙ্ক কষার নিজস্ব ক্ষমতা আছে গাছের। যা তাদের রাতের বেলা খাদ্যের মজুদ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে।
এমনটাই জানা গেছে গাছ নিয়ে যুক্তরাজ্যের বিজ্ঞানীদের এক গবেষণায়। গাছের সূক্ষ্ম হিসাব-নিকাশ করার ক্ষমতা দেখে বিস্মিত তারা।
ই-লাইফ জার্নালে এ গবেষণা নিয়ে এক প্রতিবেদন প্রকাশিত হয়।
বিজ্ঞানীরা পরীক্ষায় দেখতে পান, কোনো গাছ একরাতে বিভিন্ন স্তরে স্তরে হিসাব করে শর্করা কাজে লাগায়। এর জন্য তারা গাছের পাতায় অবস্থিত নানা রাসায়নিক পদার্থকে ব্যবহার করে।
নমুনা হিসেবে অ্যারাবিডপ্সিস নামে একটি গাছের ওপর এ পরীক্ষা চালিয়ে এ ফল পান বিজ্ঞানীরা।
অন্যদিকে, এক স্থান থেকে অন্য স্থানে বা ভ্রমণের সময় পাখিরা একই প্রক্রিয়ায় তাদের শরীরে চর্বি সংরক্ষণ করে রাখে বলে তারা জানিয়েছেন।
গবেষকদলের প্রধান অধ্যাপক অ্যালিসন স্মিথ এ ব্যাপারে বলেন, “তারা অঙ্কগুলো খুব সহজে, রাসায়নিক পদ্ধতিতে করছে। আমরা এটা দেখে অভিভূত হয়েছি। ”
তিনি জানান, রাতের বেলা গাছ সূর্য থেকে আলো পায় না। ফলে এসময় তারা কার্বনডাই অক্সাইড থেকে সুগার ও শর্করা তৈরি করতে পারে না। তাই ভোর হওয়ার আগ পর্যন্ত আগের সংরক্ষিত শর্করা খুব নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করতে হয়- যে কাজটি উদ্ভিদ করে থাকে সূক্ষ্ম গাণিতিক হিসাব-নিকাশের মাধ্যমে।
এসব গণিত মাধ্যমিক পর্যায়ের সমতুল্য বলে জানিয়েছেন গবেষকরা।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৩
সম্পাদনা: মাহমুদুল ইসলাম ও হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর