ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হংকং থেকে রাশিয়ায় স্নোডেন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৮, জুন ২৩, ২০১৩
হংকং থেকে রাশিয়ায় স্নোডেন!

ঢাকা: যুক্তরাষ্ট্রের গোপন কর্মসূচির তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেন হংকং থেকে রাশিয়ার উদ্দেশে বিমানে রওনা দিয়েছেন। হংকং কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

মস্কো হয়ে অন্য কোনো দেশে যাওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তি মামলার আসামি স্নোডেনের। ওয়াশিংটন প্রত্যর্পনের প্রয়োজনীয় শর্ত পালনে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে হংকং। আর এ কারণে তারা স্নোডেনকে হস্তান্তর করতে পারেনি।

হংকং সরকার এক বিবৃতি জানায়, আইনি ও স্বাভাবিক মাধ্যমে তৃতীয় দেশ খোঁজার জন্য স্বেচ্ছায় ২৩ জুন এডওয়ার্ড স্নোডেন হংকং ছেড়েছেন।

শনিবার স্নোডেনকে হস্তান্তর করতে হংকংয়ের সঙ্গে ওয়াশিংটন যোগাযোগ করে। কিন্তু হংকং কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়াশিংটন যে কাগজপত্র জমা দিয়েছে তাতে হংকংয়ের আইন অনুযায়ী ঘাটতি রয়েছে।

তথ্য ফাঁসের ঘটনা প্রকাশ হওয়ার পর রাশিয়া জানিয়েছিল, স্নোডেন তাদের দেশে আশ্রয় চাইলে তারা বিষয়টি বিবেচনা করে দেখবে।

স্নোডেনকে আশ্রয় দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কের চাপা উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত মে মাসে দুটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে মার্কিন গোপন নজরদারির কথা ফাঁস করে হংকংয়ে পাড়ি জমান স্নোডেন।

তিনি জ‍ানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র সরকার লাখো ব্যবহারকারির ফোনে আড়ি পেতেছিল এবং ফেসবুক, গুগল, ইউটিউব, মাইক্রোসফটসহসহ বিভিন্ন ইন্টারনেট জায়ান্ট ও প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের তথ্যের ওপর গোপনে নজরদারি করেছে।

ইতোমধ্যে ‍গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রীয় সম্পত্তি চুরির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র সরকার। ১৪ জুন এ মামলা করা হলেও শুক্রবার সংবাদ মাধ্যমগুলো এ খবর জানতে পারে।

লাখো মার্কিন গোপন কূটনীতিক তথ্য ফাঁসকারী ওয়েবসাইট উইকিলিকস কর্তৃপক্ষ স্নোডেনকে ‘নিরাপদ আশ্রয়’ দেওয়ার জন্য সহায়তা চালাচ্ছে। কয়েকদিন আগে উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ জানান, আইসল্যান্ডে আশ্রয় পেতে স্নোডেনকে সহায়তা করছে তারা।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুন ২৩, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।