ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সৌদিতে ছুটির দিন পরিবর্তন

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩১, জুন ২৩, ২০১৩
সৌদিতে ছুটির দিন পরিবর্তন

রিয়াদ: সৌদি আরবের সরকারি ছুটির দিন পরিবর্তিত হয়েছে। শুক্র ও শনিবার রাষ্ট্রীয় ছুটি ঘোষনা করে একটি প্রজ্ঞাপন জারি করেছেন সৌদি বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ।

নতুন সিদ্ধান্ত মতে, রোববার থেকে বৃহস্পতিবার থাকবে পূর্ণ কর্মদিবস।

২৯ জুন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়। বর্তমানে সৌদিতে বৃহস্পতি ও শুক্রবার সরকারি ছুটি।

জনস্বার্থ, অর্থনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিশদ বিবেচন করে সিদ্ধান্তটি নেয়া হয় বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
 
মন্ত্রনালয়সহ, সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, সৌদি আর্থিক সংস্থা, ক্যাপিটাল মার্কেটসহ সব প্রতিষ্ঠানে রোববার থেকে বৃহস্পতিবার কর্মদিবস এবং শুক্র ও শনি সরকারি ছুটি থাকবে।

বিশ্ববিদ্যালয়, স্কুল এবং পাবলিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৩
মোহাম্মদ আল-আমীন/সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।