ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জীবন সংকটে মান্ডেলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩৫, জুন ২৪, ২০১৩
জীবন সংকটে মান্ডেলা

ঢাকা: বিশ্বের কিংবদন্তি ব্যক্তিত্ব, জাতীয় মুক্তি আন্দোলনের পথিকৃৎ, প্রখ্যাত রাজনীতিবিদ ও দক্ষিণ আফ্রিকার সর্বজন প্রিয় নেতা নেলসন মান্ডেলার (৯০) শারীরিক অবস্থা আবারও চরম সংকটে পড়েছে।

রোববার তাকে দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার একটি  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর বিবিসির।

এদিকে, দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা এক বিবৃতিতে দেশবাসীকে জানিয়েছেন, ম্যান্ডেলাকে বাঁচিয়ে রাখতে চিকিৎসকরা ‘সম্ভাব্য সব ধরনের চেষ্টা’ চালিয়ে যাচ্ছেন।

অপরদিকে, চিকিৎসকরা প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে জানিয়েছেন, ম্যান্ডেলার শারীরিক অবস্থা গত ২৪ ঘণ্টার চেয়ে অনেক বেশি খারাপ।

এই নিয়ে এ বছর মোট তিনবার নেলসন ম্যান্ডেলাকে ফুসফুস সংক্রান্ত রোগে হাসপাতালে ভর্তি করা হলো।

এদিকে, ক্ষমতাসীন দল আফ্রিকান জাতীয় কংগ্রেসের (এএনসি) উপপ্রধান সিরিল রামাফোসা মান্ডেলা ও তার চিকিৎসক দলের জন্য প্রার্থনা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

এই প্রার্থনা সভায় প্রেসিডেন্ট জ্যাকব জুমা যোগ দিয়ে বলেন, “মাদিবাকে (নেলসন ম্যান্ডেলার গোত্রীয় নাম) অনেক ভালো দেখাচ্ছিল এবং তিনি তুলনামূলকভাবে সুস্থ বোধ করছেন। ”

তবে জ্যাকব জুমার মুখপাত্র ম্যাক মহারাজ সংবাদ মাধ্যমকে জানান, চিকিৎসকরা তাকে জানিয়েছেন যে, ম্যান্ডেলার শারীরিক অবস্থা খুবই ‘সংকটাপন্ন’।

তিনি জানান, তবে চিকিৎসকরা দেশবাসীকে আশ্বাস দিয়েছেন তারা ম্যান্ডেলার শারীরিক অবস্থার উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ০৫২৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৩
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।