ঢাকা: ভারতের উত্তরখণ্ড রাজ্যে বন্যা আর ভূমিধসে কমপক্ষে ৫ হাজার লোক মারা যেতে পারে বলে জানিয়েছেন রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী। রোববার যশপাল আরেয়া দুর্গত এলাকা পরিদর্শন করে ফেরার পর এ আশঙ্কা প্রকাশ করেন।
রোববার রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় বাহুগুনা জানান, মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে। কিন্তু সরকারি হিসাবে মৃতের সংখ্যা ৬৮০ জানানো হয়।
যশপাল আরেয়া জানান, আটকে পড়া ১২ হাজার জনকে আকাশ ও স্থলপথে উদ্ধার করা হযেছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার অপেক্ষায় আরও ১০ হাজার লোক রয়েছে।
তবে কতটি মরদেহ উদ্ধার করা হয়েছে তা জানাননি যশপাল আরেয়া।
বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৩
সম্পাদনা:শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com