ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীর সফর: নিরাপত্তার চাদরে কাশ্মির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৯, জুন ২৪, ২০১৩
প্রধানমন্ত্রীর সফর: নিরাপত্তার চাদরে কাশ্মির

নয়াদিল্লি: শ্রীনগর সফরে যাচ্ছেন ‍প্রধানমন্ত্রী মনমোহন সিং। মঙ্গলবার দু’দিনের সফরে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।



প্রধানমন্ত্রীর সফরের আগেই শনিবার ঘটে হামলা। শ্রীনগরের ব্যস্ত হরি সিং হাই স্ট্রিটে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে  দুই পুলিশ কর্মী সন্ত্রাসবাদী হামলায় নিহত হয়েছে। এ রকমই থমথমে আবহে শ্রীনগর সফরে যাচ্ছেন  প্রধানমন্ত্রী মনমোহন সিং।

তার এ সফরকে কেন্দ্র করে আটোসাটো নিরাপত্তায় মুড়ে ফেলা হল পুরো উপত্যকা। নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে শ্রীনগর শহরে।

শ্রীনগরসহ পাশ্ববর্তী এলাকায় নিয়মিত তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং সিআরপিএফের জওয়ানরা। শহরে প্রবেশ করা প্রতিটি যানবাহন বিশেষ করে মোটর বাইকগুলিতে তল্লাশি চালানো হচ্ছে।

স্পেশাল প্রোটেকশন গ্রুপের সদস্যরা এ দিন শের-ই-কাশ্মির আন্তর্জাতিক কনভেনশন সেন্টার এবং ডাল লেকের তীরবর্তী অঞ্চল পরিদর্শন করে। শ্রীনগরে এসে প্রতিনিধি দলের সঙ্গে এসব জায়গায় যাবেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় লাগানো সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। ২৫ ও ২৬ জুন শ্রীনগর শহরে যান চলাচলের উপরও নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। এ দু’দিন শ্রীনগর শহরে আসা সাধারণ যানবাহন শহরের নেহেরু পার্কে আটকে দেওয়া হবে। ডাল লেকের তীর দিয়ে যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এ সফরে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের বানিহাল শহরে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে কুজিগুন্ড-বানিহাল রেলপথের উদ্বোধন করবেন। কাশ্মির রেল প্রকল্পের আওতায় এ রেলপথ তৈরিতে খরচ হয়েছে ১ হাজার ৬৯১ কোটি টাকা। রেলপথে একটি ১১ কিলোমিটার লম্বা টানেলও রয়েছে।

রেলপথটি চালু হলে দু জায়গার মধ্যে দূরত্ব দাঁড়াবে ১৮ কিলোমিটারের মতো। বর্তমানে সড়কপথে এ দু জায়গার দূরত্ব ৩৫ কিলোমিটার।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জুন ২৪, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর, এসএস eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।