ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উত্তরাখণ্ডে চলছে অশনাক্ত মৃতদেহের ডিএনএ সংগ্রহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১২, জুন ২৪, ২০১৩
উত্তরাখণ্ডে চলছে অশনাক্ত মৃতদেহের ডিএনএ সংগ্রহ

কলকাতা: উত্তরাখণ্ডের হিমালয়ান সুনামির ফলে বহু মৃতদেহ এখনও শনাক্ত করা যায়নি। রাজ্য সরকারের পক্ষ থেকে জানা গেছে, মৃতদেহগুলির ডিএনএ সংগ্রহের কাজ চলছে।



এ প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বহু মৃতদেহে পচন ধরেছে। কোনো কোনো মৃতদেহ ধ্বংসাবশাষের নিচে এখনও চাপা পড়ে আছে। জন্তু-জানোয়ার কিছু মৃতদেহ খেয়ে ফেলার ফলে সেগুলি আর শনাক্তকরণের অবস্থায় নেই। ডিএনএ সংগ্রহ করে তা ভবিষ্যতে শনাক্তকরণের জন্য রেখে দেওয়া হবে।

সোমবার পুলিশ গৌরিকুণ্ড ও কেদারনাথ গিয়ে শনাক্তের কাজ শুরু করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু কিছু মৃতদেহের এমন অবস্থা হয়েছে, যেগুলি কোনোভাবেই শনাক্ত করা সম্ভব নয়। সেসব মৃতদেহ থেকে ডিএনএ সংগ্রহের কাজ শুরু হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, বদ্যিনাথ ও হাসিল অঞ্চলে এখনও বহু মানুষ আটকে রয়েছে।

উত্তরাখণ্ডের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী যশপাল আরিয়া জানিয়েছেন, মৃতের সংখ্যা ৫০০০ ছাড়িয়ে যেতে পারে।

উদ্ধার হওয়া মানুষরা জানিয়েছেন, পথের ধারে ধারে মৃতদেহ পড়ে আছে। জঙ্গল ও আশেপাশের গ্রামগুলিতে মৃতদেহের স্তূপ। পচা-গলা মৃতদেহ থেকে আশঙ্কা দেখা দিয়েছে মহামারি ছড়াবার।

বাংলাদেশ সময়:  ১৫০২ ঘণ্টা, জুন ২৪, ২০১৩  
এসবি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম ও আসিফ আজিজ, নিউজরুম এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।