কলকাতা: পুলিশের দেওয়া সূত্র অনুসরণ করে উত্তরপ্রদেশের আগ্রায় একটি মধুচক্রের সন্ধান পেল পুলিশ।
রোববার এ মধুচক্রের সন্ধান পায় পুলিশ।
উত্তরপ্রদেশের আগ্রা অঞ্চলে রয়েছে কিছু পতিতা পল্লি। এর মধ্যে বাসাই, সিকান্দ্রা, মাল-কা-বাজার, সিও-কা-বাজার উল্লেখযোগ্য। এ সব অঞ্চলে বহুদিন থেকেই নারী কেনাবেচা হয় বলে অভিযোগ রয়েছে।
গত মে মাসে কলকাতা পুলিশের একটি সূত্র ধরে আগ্রা পুলিশ মাল-কা-বাজার এলাকায় পরপর দুবার হানা দেয়। দ্বিতীয় বার হানায় এক পতিতার মৃতদেহ রাস্তায় পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে তারা।
এরপর থেকেই আগ্রার বিভিন্ন জায়গায় পুলিশ হানা দিতে শুরু করে।
একটি গোপন সূত্রে খবর পেয়ে আগ্রা পুলিশ সুপারিটেনডেন্ট পবন কুমারের নেতৃত্বে একটি দল রোববার সন্ধ্যায় আগ্রার বাল্কেস্বরের গোবিন্দপুরি কলোনিতে অভিযান চালায়। সেখান থেকে ১১জন কে গ্রেফতার করে পুলিশ।
এ মধুচক্রের মালিকরা ফেসবুকের মাধ্যমে তাদের ব্যবসা পরিচালনা করত বলে জানা গেছে। ওই অঞ্চলের একটি বাড়ির দুই তলা থেকে এদের গ্রেফতার করা হয়। ওই জায়গা থেকে ভিন্ন রাজ্যের বেশ কয়েক জন নারীকেও গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলিকে ব্যবহার করে অন্তরাজ্য মধুচক্র পরিচালনার অভিযোগ আসছিল। ধারণা করা হচ্ছে গ্রেফতারকৃতদের জেরা করলে আরও তথ্য বেরিয়ে আসবে।
তদন্তের স্বার্থে বিশেষ কিছু জানাতে চায়নি পুলিশ।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৩
এসবি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর, এসএস eic@banglanews24.com