ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উত্তর‍খণ্ড পরিদর্শনে রাহুল গান্ধী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, জুন ২৪, ২০১৩
উত্তর‍খণ্ড পরিদর্শনে রাহুল গান্ধী

কলকাতা: বন্যা আর ভূমিধসে বিধ্বস্ত উত্তরখণ্ডে যাচ্ছেন জাতীয় কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। এ উদ্দেশ্যে দিল্লি থেকে রওনা হয়েছেন তিনি।



এর আগে সোমবার সকালে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ত্রাণ সামগ্রী ভর্তি বেশ কয়েকটি ট্রাক দেরাদুনের উদ্দেশ্যে দিল্লি ছেড়ে যায়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত, অর্থমন্ত্রী পি চিদামবরম প্রমুখ।

দেরাদুনে জাতীয় কংগ্রেসের তরফে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রাথমিকভাবে রাহুল গান্ধী দেরাদুনে যাবেন বলে জানা গেছে। সেখানে তিনি সরাসরি দুর্যোগ পীড়িতদের সঙ্গে কথা বলবেন। এছাড়াও তিনি কন্ট্রোল রুম থেকে উদ্ধার কাজ পর্যবেক্ষণ করবেন বলে জানা গেছে।

এদিকে উত্তরখণ্ডের এই প্রাকৃতিক বিপর্যয়ে প্রথমে কোনো প্রতিক্রিয়া না দেখানোতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তীব্র সমালোচনার মুখে পড়েন রাহুল। এ বিষয়ে কংগ্রেসের তরফ থেকে বিজেপি’র সমালোচনা উড়িয়ে দিয়ে বলা হয়েছিল, ‘এটা উদ্ধারের সময়, রাজনীতির সময় নয়। ’

এছাড়া জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সম্পাদক সঞ্জয় কাপুর এবং কংগ্রেস সেবা দলের প্রধান মহেন্দ্র যোশি উদ্ধার কাজ পরিচালনার জন্য দেরাদুনে অবস্থান করছেন।

বাংলাদেশ সময়:  ১৬৪০ ঘণ্টা, জুন ২৪, ২০১৩  
ভিএস/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর, এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।