কলকাতা: আদালতে আবার ধাক্কা খেল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সোমবার ভারতের সুপ্রিম কোর্ট ধনেখালিতে পুলিশি হেফাজতে মৃত তৃণমূল কংগ্রেসের সমর্থক নাসিরুদ্দিনের মৃত্যুর তদন্ত সিআইডি’র হাত থকে সরিয়ে সিবিআই’র হাতে তুলে দেবার যে রায় কলকাতা হাই কোর্ট দিয়েছিল সেই রায়কেই বজায় রাখল।
গত ১৩ মে কলকাতা হাই কোর্ট তৃণমূল কংগ্রেস কর্মী নাসিরুদ্দিনের পুলিশি হেফাজতের মৃত্যুর তদন্ত সিআইডি’র হাত থকে তুলে নিয়ে সিবিআই’র হাতে অর্পণ করে।
পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আবেদন করা হয়। সোমবার সেই মামালার রায় জানাতে গিয়ে এ.কে পাঠক এবং রঞ্জন গোগোই-এর বেঞ্চ এই আবেদন খারিজ করে দিয়ে হাই কোর্টের রায়কেই বজায় রাখেন।
গত জানুয়ারি মাসের ১৮ তারিখে নাসিরুদ্দিনকে গ্রেপ্তার করে ধনেখালি থানার পুলিশ। এরপর ওই দিনই রাতে গ্রেপ্তার হওয়া নাসিরুদ্দিনের এক বন্ধুকে থানায় ডেকে পাঠায় পুলিশ।
ধনেখালি থানার পুলিশ ওই ব্যক্তিকে জানায় নাসিরুদ্দিনের শারীরিক অবস্থা ভালো নয়, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে নিয়ে গেলে নাসিরুদ্দিনকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।
এরপরই এই ঘটনার তদন্তের দায়িত্ব সিআইডি’র হাতে তুলে দেওয়া হয়। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের এক আইনজীবী একটি জনস্বার্থ মামলা করেন। তিনি এই ঘটনার সিবিআই তদন্ত দাবী করেন। কলকাতা হাই কোর্ট সিবিআই তদন্তের রায় দেন।
এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন জানায় পশ্চিমবঙ্গ সরকার। সেই আবেদন এদিন সুপ্রিম কোর্ট সরাসরি খারিজ করে দেয়।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জুন ২৪, ২০১৩
ভিএস/ সম্পাদনা: এসএস